কলকাতা: রাজ্যে কয়লা ও গোরু পাচার কাণ্ডকে কেন্দ্র করে সিবিআই তৎপরতা নিয়ে জারি তরজা। কিছুদিন আগেই এ বিষয়ে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের একাধিক আইপিএস অফিসারকে শমন পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। এবার গোরু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধেও নেওয়া হল পদক্ষেপ।
জানা গেছে, আসানসোলের এক যুব তৃণমূল কংগ্রেস নেতার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিবিআইয়ের বিশেষ আদালত। সীমান্তবর্তী এলাকায় গোরু পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহেই এই পরোয়ানা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওই যুব নেতার নাম বিনয় কুমার মিশ্র। সিবিআই সূত্রের খবর, গত মাস থেকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কাছে শমন পাঠানো হয়েছিল। কিন্তু শাসকদলের যুব মোর্চার অন্যতম সাধারণ সম্পাদক বিনয় বাবু একবারও সিবিআইয়ের ডাকে সাড়া দেন নি।
গত ১৯ জানুয়ারি শেষবারের মতো বিনয় কুমার মিশ্রকে শমন পাঠায় সিবিআই। এরপরই তাঁর বিরুদ্ধে জারি করা হয় লুকআউট নোটিশ। সম্প্রতি কলকাতার রাসবিহারী এভিনিউতে বিনয় কুমার মিশ্রের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন সিবিআইয়ের আধিকারিকেরা। কিন্তু অভিযুক্ত ব্যক্তি সেখান থেকেও ফেরার হয়েছেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের সঠিক দিনক্ষণ এখনও ঘোষণা করা হয় নি। আগামী এপ্রিল-মে মাস নাগাদই ভোট অনুষ্ঠিত হবে বলে অনুমান করা হচ্ছে। এর আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গোরু পাচার চক্রের তদন্তে অতি সক্রিয় হয়ে উঠেছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সিবিআই। তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় সেনাবাহিনী তথা বিএসএফ (BSF) এবং কাস্টমস বিভাগের অাধিকারিকরাও। তাঁদের বিরুদ্ধে ঘুষ নিয়ে গোরু পাচারে ইন্ধন জোগানোর অভিযোগ তোলা হয়েছিল। এরপর কয়েকদিন আগে রাজ্যের ৬ জন বড় পোস্টের পুলিশ অফিসারের বিরুদ্ধেও একই অভিযোগ আনে সিবিআই। তাঁদের দাবি, একাধিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য ওই সব অফিসারদের শমন পাঠানো হয়েছে।