কলকাতা: ফের একবার চরম আতঙ্কিত হয়ে পড়েছিল রাজ্য তথা দেশবাসী। কারণ ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থ হওয়ার কথা সামনে এসেছিল। কিন্তু চিন্তার কোনও কারণ নেই তাঁকে নিয়ে মহারাজ একেবারে সুস্থ রয়েছেন। এদিন হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিল এ কথা। জানা গিয়েছে, তিনি রুটিন চেকআপ করতেই বুধবার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। তবে তাঁর হৃদযন্ত্রে আর স্টেন্ট বসবে কিনা, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, কার্ডিয়াক অবস্থার চেক আপের জন্যই আজ সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে এসেছিলেন। তাঁর অবস্থা এখন যথেষ্ট স্থিতিশীল, আগের বারের থেকে শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। তিনি একেবারে ভাল আছেন, সুস্থ আছেন। হাসপাতাল সূত্রে খবর, সৌরভের ইসিজি হয়েছে। সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে পরিবারের তরফে জানা গিয়েছে, গতকাল রাত থেকে সামান্য অস্বস্তি হওয়ায় এদিন সকালে দেরী না করেই হাসপাতালে চলে আসেন তিনি। আপাতত তিনি পর্যবেক্ষণে। এদিকে, হাসপাতালে সৌরভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর পারিবারিক বন্ধু তথা বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া।
নতুন বছরের দ্বিতীয় দিনেই সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ। পরবর্তী ক্ষেত্রে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এনজিওপ্লাস্টি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির পর প্রথমেই ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন চিকিৎসক দেবী শেট্টি। এরপর তিনি সৌরভের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। জানা যায় তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। যদিও অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। গত কয়েক দিন সুস্থ থাকার পর আজ হঠাৎ আবার বুকে ব্যথা শুরু হয় বর্তমান বিসিসিআই সভাপতির। সেই কারণে এদিন ফের তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। উল্লেখ্য, কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়েরও বুকে স্টেন্ট বসানো হয়।
Sourav Ganguly has come for a checkup of his cardiac condition. There is no change in his parameters since his last hospitalization & his vital parameters are stable: Apollo Hospitals, Kolkata https://t.co/Q3L669CkrS
— ANI (@ANI) January 27, 2021