নিজস্ব সংবাদদাতা, দুবরাজপুর: তিনি যখন মঞ্চে তখন জনতার দিক থেকে আওয়াজ আসছিল খেলা হবে খেলা হবে৷ যার সুরে সুর মিলিয়ে অনুব্রত বললেন খেলা তো হবেই৷ মঙ্গলবার দুবরাজপুরে সভা করতে গিয়ে ফের স্বমেজাজে অনুব্রত মণ্ডল৷ গেরুয়া শিবিরকে দিলেন একের পর এক হুঁশিয়ারি৷ মঙ্গলকোটে তৃণমূলের বুথ কর্মী খুনের ঘটনায় রীতিমত হুমকি দিলেন বিজেপিকে৷ বললেন, ‘যদি কোনও বিজেপি কর্মী ভেবে নেয় আমরা এধরণের কাজ করব তাহলে বলে রাখলাম বাড়ি থেকে বেড়তে দেব না৷’ একইসঙ্গে, অনুব্রতর হুঙ্কার, রাজনীতি করুন কিন্তু খুনের রাজনীতি করবেন না৷
অনুব্রত কথায়, তিনি মৃত্যুর ভয় করে না, কোনও কর্মীর গায়ে হাত পড়লে তিনি কাউকে ছাড়বেন না৷ প্রসঙ্গত, সোমবার রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীর ওপর হামলা চালায় দুষ্কৃতিরা৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কাটোয়া হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
মঙ্গলকোটের ঘটনায় বিজেপি নেতা সহ ২৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত তৃণমূল কর্মীর পরিবার। অনুব্রত মণ্ডলের অভিযোগ ২৫ জানুয়ারি সৌমিত্র খাঁ মঙ্গলকোটে যে সভা করেছিলেন তাতে উস্কানি মূলক মন্তব্য করেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন সৌমিত্র তারপরেই এই খুনের ঘটনা ঘটে। তবে চুপ করে বসে থাকবে না তৃণমূল কংগ্রেসও। এর জবাব বিজেপিকে পেতে হবে বলে পাল্টা হুঙ্কার দিয়েছেন অনুব্রত।