খোঁজ নিলেন শাহ, আগামীকাল সৌরভের বুকে বসবে স্টেন্ট

খোঁজ নিলেন শাহ, আগামীকাল সৌরভের বুকে বসবে স্টেন্ট

কলকাতা: ফের একবার শারীরিক অসুস্থতা নিয়ে দিন হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত তাঁর শারীরিক অবস্থা একেবারেই স্থিতিশীল থাকলেও জানা গিয়েছে আগামীকাল তাঁর হৃদযন্ত্রে বাকি দুটি টেন্ট বসবে। তা বসানো হবে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানেই। এ দিকে খবর মিলেছে, ইতিমধ্যেই বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন ডাক্তার সপ্তর্ষি বসু, সরোজ মন্ডল এবং আফতাব খান। আগামীকাল ডাক্তার দেবী শেঠির তত্ত্বাবধানে তাঁর হৃদযন্ত্রের বাকি দুটি স্টেন্ট বসানো হবে। এ দিকে জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে তিনি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় থেকেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন। প্রসঙ্গত, সৌরভের ইকো এবং ইসিজি পরীক্ষায় বেশ কিছু সমস্যা ধরা পড়েছে বলে জানা গিয়েছে। আগামীকাল তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে, আপাতত তিনি পর্যবেক্ষণে রয়েছেন যদিও তাঁর অবস্থা একেবারেই স্থিতিশীল।

আজ দুপুরে হাসপাতালে দাদাকে দেখতে যান তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া। মহারাজকে দেখে বেরিয়ে এসে তিনি সংবাদমাধ্যমে স্পষ্ট জানান, রাতে ভালো করে ঘুম হয়নি তাই সকালে শরীরটা খারাপ লাগছিল। সেই কারণে কিছু টেস্ট করা হয়েছে কিন্তু দাদা একেবারেই সুস্থ আছেন। উল্লেখ্য, হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, কার্ডিয়াক অবস্থার চেক আপের জন্যই আজ সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে এসেছিলেন। তাঁর অবস্থা এখন যথেষ্ট স্থিতিশীল, আগের বারের থেকে শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। তিনি একেবারে ভাল আছেন, সুস্থ আছেন। হাসপাতাল সূত্রে খবর, সৌরভের ইসিজি হয়েছে। সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে পরিবারের তরফে জানা গিয়েছে, গতকাল রাত থেকে সামান্য অস্বস্তি হওয়ায় এদিন সকালে দেরী না করেই হাসপাতালে চলে আসেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 4 =