‘বিজেপি ১০টা মারলে আমরা ২০টা মারব’, তোপ আব্বাসের

‘বিজেপি ১০টা মারলে আমরা ২০টা মারব’, তোপ আব্বাসের

মালদা: ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আব্বাস সিদ্দিকি। রাজনীতিতে যোগদানের পর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন আলটপকা মন্তব্য করে সস্তা জনপ্রিয়তা কুড়িয়েছেন ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা। বুধবার তিনি মালদার বামনগ্রামের একটি সভায় বলেন, “বিজেপি ১০টা মারলে আমরাও ২০টা মারব।”

গত ২১ জানুয়ারি বাংলার রাজনীতিতে নতুন দল ‘ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট’ নিয়ে এসে রাজনীতির মঞ্চে পদার্পণ করেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। দলের নাম প্রকাশের পরেই তাকে জোট প্রস্তাব দেয় সিপিআইএম। তবে দুই দলে জোট হল কী না, তা এখনও জানা যায়নি‌। বরং বুধবার অন্য কারণে খবরের শিরোনামে উঠে আসলেন আব্বাস। মালদায় তিনি বলেন, “বিজেপি আমাদের ১০টা মারলে আমরাও চুড়ি পড়ে বসে নেই। আমরা ওদের ২০টা মারব।”

সেক্যুলার ফ্রন্টের সুপ্রিমো তীব্র কটাক্ষ করেন তৃণমূলকেও। বলেন, “ওদের জোট প্রস্তাব দিয়েছিলাম। বলেছিলাম, আমায় ৪৪টি আসন দিন। বাকি ২৫০টি আসনে আপনারাই লড়ুন। তখন শোনেনি। এখন প্রশাসন দিয়ে জোর-জুলুম দেখাচ্ছে।” তাকে পাল্টা দিয়েছেন তৃণমূল মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার সাফ বক্তব্য, “হায়দরাবাদের উড়ন্ত পাখি এ রাজ্যের ভোট কিছু করতে পারবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =