কলকাতা: ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানে কেন দেওয়া হল ‘জয় শ্রীরাম’ স্লোগান? ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমানের প্রতিবাদে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে গিয়েছে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ পরিষদীয় মন্ত্রী তাপস রায়ের বিরুদ্ধে৷ বিরোধীদের দিকে তাকিয়ে দুটি শব্দ ব্যবহার করেন মন্ত্রী৷ মন্ত্রীর মুখে অসংসদীয় শব্দ ঘিরে ধুন্ধুমার বাধে বিধানসভার অন্দরে৷ ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলের সদস্যরা৷ পরে মন্ত্রীর ধুন্ধুমার অসংসদীয় শব্দ বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়৷
বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে গিয়ে নজিরবিহীন ঘটনা ঘটালেন পরিষদীয় মন্ত্রী তাপস রায়৷ বিধানসভায় হাতাহাতির অভিযোগ৷ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে হাতাহাতির অভিযোগ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিনে মুখ্যমন্ত্রীর অপমানের ঘটনায় নিন্দা প্রস্তাব আনে পরিষদীয় মন্ত্রী তাপস রায়৷ অভিযোগ, নিন্দা প্রস্তাব আনতে গিয়ে দুটি বিতর্কিত শব্দ ব্যবহার করেন তাপস রায়৷ ছুটে যান সুজন চক্রবর্তী৷ শুরু হয় হাতাহাতি৷ বিরোধী দলের সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান৷ বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে গিয়ে অসংসদীয় মন্তব্য করায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় মন্ত্রীর৷ পরে কংগ্রেসে তীব্র প্রতিবাদ জানায়৷ দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করেন বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ পরে বিধানসভার কার্যবিবরণী থেকে তা বাদ দেওয়া হয়৷
আজ বিধানসভার অধিবেশন শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা৷ বিধানসভার অধিবেশন কেন রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হল না? প্রশ্ন তোলেন বিরোধীরা৷ বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দেন বিধানসভার অধ্যক্ষ৷ জানিয়ে দেন, নিয়ম অনুযায়ী সমস্ত বিধানসভা অধিবেশনের সূচনা রাজ্যপালের ভাষণ দিয়ে হবে, এমনটা নয়৷ রাজ্যপালের ভাষণ না দিয়েও বিধানসভার কাজ শুরু করা যেতে পারে৷ রাজ্যপালের ভাষণ নিয়ে যখন উত্তাপ্ত ছাড়াতে থাকে বিধানসভা অন্দরে, ঠিক তখনই তৃণমূলের তরফে পরিষদের মন্ত্রী মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রস্তাব আনেন৷ কিন্তু নিন্দা প্রস্তাব সরাসরি বিধানসভায় গৃহীত না হলেও অধ্যক্ষ বিষয়টি নোট করে রাখার নির্দেশ দেন৷ এরপর বাধা-বিপত্তি৷
গত ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়ার সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগানের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে অপমান করার ঘটনায় নিন্দা প্রস্তাব আনেন রাজ্যের মন্ত্রী তাপস রায়৷ বিরোধী বেঞ্চ থেকে উঠে আসে ইঙ্গিতপূর্ণ কিছু কটাক্ষ৷ তাতেই মেজাজ হারান মন্ত্রী৷ বিরোধীদের বাম-কংগ্রেসের দিকে তাকিয়ে অসংসদীয় শব্দ ব্যবহার করেন তিনি৷ বিরোধীরা পাল্টা প্রতিবাদ জানান৷ ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন৷ হাতাহাতির অভিযোগ ওঠে৷ মন্ত্রীর ভাষাকে অসংসদীয় বলে তীব্র আপত্তি করেন বিরোধীরা৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় উত্তেজনার সৃষ্টি হয়৷ পরিস্থিতি সামল দিয়ে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যা জানান, ওই ঘটনা আমাদের ব্যথিত করেছে৷ গোটা ঘটনা অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হচ্ছে৷