‘বাংলার পুলিশ বিশ্বসেরা’, আরও নিয়োগের ঘোষণা মমতার

‘বাংলার পুলিশ বিশ্বসেরা’, আরও নিয়োগের ঘোষণা মমতার

কলকাতা: সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষদের মূলস্রোতে ফিরিয়ে আনা এবং হিংসার শিকার পরিবারগুলোর পুনর্বাসন জঙ্গলমহল এলাকার ক্রীড়া উৎসাহী যুবক-যুবতীদের কর্মনিযুক্তিতে রাজ্য সরকারের আজকের অনুষ্ঠান ছিল  ‘জাগ্রত বাংলা’। এই অনুষ্ঠান থেকেই পুলিশদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশে আরও নিয়োগের কথা বললেন তিনি এবং অন্তত ২০০০ জনের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। তারা আগামিকাল থেকেই কাজে যোগ দিতে পারবেন। এছাড়াও, তিনি জানান, রাজ্য পুলিশে ২৪০০ কনস্টেবল নিয়োগ হবে, এছাড়া ৯ টি নতুন পুলিশ জেলা এবং ৪৮ টি মহিলা থানার ঘোষণা করেন মমতা বন্দোপাধ্যায়। 

এদিন মুখ্যমন্ত্রী মমতা প্রাক্তন মাওবাদী ও কেএলও জঙ্গিকে চাকরির নিয়োগপত্র তুলে দেন।কলকাতার ইনডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে সমাজের মূল স্রোতে ফিরে আসা ৫৯৭ জন মাওবাদী, ৪১১ জন কেএলও জঙ্গির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক হিংসাযর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৩৬ জন ও জঙ্গলমহলে খেলাধুলায় বিশেষ পারদর্শিতার জন্য ৪৯৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়।অনুষ্ঠানে তাঁর ভাষণে রাজ্যের পুলিশ বাহিনীর কাজের ভূয়সী প্রশংসা করে পুলিশের শীর্ষকর্তাদের ধন্যবাদ দেন। পুলিশে বিভিন্ন পদে নতুন নিয়োগের পাশাপাশি পুলিশ কর্মীদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন। পাশাপাশি, পুলিশের ‘কম্পেনসেশন পে লিভ’ বাড়িয়ে ৬০ দিন করার কথাও এদিন ঘোষণা করেন মমতা। বলেন, তারা সারা বছর কাজ করেন, খুব একটা ছুটি পান না। তাই এই সিদ্ধান্ত। তিনি আরও দাবি করেন, বাংলার পুলিশ ক্ষমতার নিরিখে বিশ্ব সেরা। রাজ্যের পুলিশ রাফ অ্যান্ড টাফ হলেও তারা সৎ আর নিষ্ঠাবান। একইসঙ্গে, পুলিশদের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরী করতে হবে এবং আত্মসমর্পণকারী মাওবাদীদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা করতে হবে। যদি মানসিক অবসাদগ্রস্ত কোন সমস্যা হয় তা নিয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

এই অনুষ্ঠান মারফৎ আজ আরও উদ্বোধন হল, রাজারহাটে আদিবাসী ভবন, লেপচা ভবন এবং আকাঙ্ক্ষা আবাসনের। অন্যদিকে রামপুরহাট জিতেন্দ্রলাল পৌর মন্দিরের নবনির্মিত ভবনের। একইসঙ্গে তারাপীঠে নবনির্মিত মহা তোরণের। তবে এদিনও বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি মমতা। বলেন, হোয়াটস্যাপ আর ফেসবুকে ভুল তথ্য ছড়াচ্ছে তারা যাতে দাঙ্গা লেগে যায়। নতুন নতুন গ্রুপ তৈরি করে ফেক ভিডিও ভাইরাল করে দেওয়া হচ্ছে। মমতার কথায়, এই সমস্ত ফেক ভিডিও এবং তথ্য ও ভাইরাল করিয়ে দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। তাই সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =