TET মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের, পরীক্ষার্থীদের আর্জিতেই সিলমোহর!

TET মামলায় বড় সিদ্ধান্ত হাইকোর্টের, পরীক্ষার্থীদের আর্জিতেই সিলমোহর!

253ee0f98cc1fbfb5a3ec79a5ab366e3

 

কলকাতা: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ টেট পরীক্ষায় বসার জন্য আন্দোলনকারীদের আর্জিতে সিলমোহর দিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানিয়ে দিয়েছেন, ‘‘যত বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, তত ভালো ও যোগ্য শিক্ষক খুঁজে পাওয়া যাবে৷’’

আরও পড়ুন- TET পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন সংসদের! পড়ুন বিস্তারিত

২০১৭ সালে প্রকাশিত টেট বিজ্ঞপ্তি অনুযায়ী গতবছর ২৩ ডিসেম্বর রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের তরফে টেট পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা হয়৷  প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে আগামী ৩১ জানুয়ারি। আর হাইকোর্টের নির্দেশ অনুসারে পরীক্ষার একদিন আগে অর্থাৎ ২৯  জানুয়ারি ফের এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন মামলাকারী প্রাথমিক টেট পরীক্ষার্থীরা।

হাইকোর্টের নির্দেশে আগামী ৩১ জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন মামালাকারি চাকরিপ্রার্থীরা৷  বৃহস্পতিবার প্রাথমিক টেট পরীক্ষায় বসার সুযোগ চেয়ে দায়ের হওয়া মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তির ভিত্তিতে আগামী ৩১ জানুয়ারি পরীক্ষা রয়েছে৷ তার আগে হাইকোর্টের নির্দেশে ২৯ জানুয়ারি শুক্রবার অফলাইনে পরীক্ষায় বসার জন্য আবেদন করার সুযোগ পাবেন শুধু মাত্র মামলাকারি চাকরিপ্রার্থীরা৷ প্রসঙ্গত, গত ২০১৭ সালে মে মাসে টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। কিন্তু এরপর আর কোনও পদক্ষেপ নেয়নি। পরে ২০১৭ র অক্টোবরে ফের টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়৷ তারপরও কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য হয়নি৷ হয়নি পরীক্ষাও। গাইড লাইন অনুযায়ী শূন্যপদে নিয়োগের জন্য প্রত্যেক বছর পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু তিন বছর পর ২০২০-র ডিসেম্বর এরাজ্য টেট পরীক্ষার জন্য ফের বিজ্ঞপ্তি দেয়। তার ভিত্তিতেই আগামী ৩১ জানুয়ারি পরীক্ষা হতে চলেছে। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী মামলা দায়ের করেন হাইকোর্টে৷ সেই মামলাতেই এই নির্দেশ আদালতের৷

আরও পড়ুন- ‘প্রতিশ্রুতি পালন করুন মুখ্যমন্ত্রী’! শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র পর্দাফাঁস চাকরিপ্রার্থীদের!

২০১৭ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ। আর সেই অনুযায়ী শুরু হয় টিচার এলজ্যবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষার। এই পরীক্ষার জন্য কয়েক লক্ষ আবেদনপত্র জমা পড়ে। কিন্তু সরকারি গড়িমসির কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি প্রাথমিক শিক্ষা সংসদের। তারপর তিনবছর পর  ২০২০ সালে ফের জারি হয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, যার ভিত্তিতেই আগামী ৩১ জানুয়ারি টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়। এর পরেই আগের প্রার্থীরা মামলা করে হাইকোর্টে। তাদের বক্তব্য অনুসারে, ২০১৭ সালের পর যারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকেও সুযোগ দিতে হবে৷

আরও পড়ুন- পুলিশের নিয়োগেও ‘দুর্নীতি’! কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

গত বুধবার পরীক্ষার দিনক্ষণ ও নিয়মাবলী প্রকাশ করা হয়েছে সংসদ তরফে। নিয়মাবলিতে বলা হয়েছে করোনা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের কথা। তাছাড়া পরীক্ষাকেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করেছে সংসদ। এছাড়াও প্রতিটি কেন্দ্রে আলাদা একটি আইসলেশন রুম রাখার কথাও বলা হয়েছে এই নির্দেশাবলীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *