‘আমাকে হিন্দি শেখাবে? আমি ভালো হিন্দি বলতে পারি’, বিজেপিকে আক্রমণ মমতার

‘আমাকে হিন্দি শেখাবে? আমি ভালো হিন্দি বলতে পারি’, বিজেপিকে আক্রমণ মমতার

কলকাতা: রাজ্যের হিন্দিভাষী তৃণমূল সমর্থকদের নিয়ে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ভবনে রাজ্যে হিন্দিভাষী মানুষদের সম্মান জানানোর পাশাপাশি বিজেপি নেতাদের একহাত নিলেন মমতা৷

আজ তৃণমূল ভবনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রাজ্য সরকার হিন্দিভাষী মানুষদের জন্য বিশ্ববিদ্যালয় বানিয়ে দেওয়ার প্রস্তাব নিয়েছে, যার কাজও শুরুর মুখে। এছাড়াও তিনি রাজ্যে বসবাসকারী হিন্দিভাষীদের উদ্দেশ্যে বললেন, “আমাদের বাংলা লেখা, পড়া বা বলার অধিকার থাকলে আপনাদেরও হিন্দি লেখা, পড়া ও বলার অধিকার রয়েছে৷” এছাড়াও তৃণমূল সুপ্রিমো আজ ঘোষণা করলেন, রাজ্যে হিন্দির পাশাপাশি পাঞ্জাবি, কুর্মি, গুজরাটি ইত্যাদি ভাষাগুলির  উন্নয়নে সরকার উদ্যত হয়েছে।

হিন্দিভাষী প্রসঙ্গে আজ তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, “তোমরা আমায় হিন্দি শেখাবে? তোমাদের থেকে আমি ভালো হিন্দি বলতে ও পড়তে জানি৷ প্রয়োজন পড়লে তোমাদের কান ধরে হিন্দি শিখিয়ে দেব৷” এছাড়াও তৃণমূল নেত্রী আজ বিজেপিকে কটাক্ষ করে বলেন, “শুধু হিন্দি নয়, আমি পাঞ্জাবি, কুর্মি, গুজরাটি, সব ভাষাই জানি৷”

বৃহস্পতিবার তৃণমূল ভবনের সভা থেকে কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে মমতা বলেন, “যদি ২০ লক্ষ কৃষক নিজেদের দাবি নিয়ে রাজধানীতে সব অনুমতিসাপেক্ষে একত্রিত হয়, তাহলে একটু তো জনসমাগম হবেই৷” তিনি এও বলেন, “দিল্লিতে কোথাও আগুন জ্বলেনি, ঘর বা গাড়ি পোড়েনি, কোনো মানুষ মারা যায়নি। তাহলে হিংসাটা হল কোথায়?” দিল্লির কৃষক আন্দোলন প্রসঙ্গে আন্দোলনরত কৃষকদের ‘টেরোরিস্ট’ বলার ঘোর বিরোধিতা করেন এদিন মুখ্যমন্ত্রী।

কৃষক আন্দোলনে কৃষকদের সপক্ষে মন্তব্য করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি সরকারের নিন্দা করলেন কড়া ভাষায়। বলেন, “কৃষকদের বিল এনে তাদের জানে মারছে, আর ওদিকে আম্বানি-আদানিদের ঘর বানিয়ে দিচ্ছে বিজেপি৷” এছাড়াও আজ সভা থেকে নেত্রী বলেন, “আমি অনেক সরকার দেখেছি। আমি রাজীব গান্ধীর সরকার দেখেছি, গুলজার সাহেবের সরকার দেখেছি, নরসিমহা রাও’এর সরকার দেখেছি, মনমোহন সিংয়ের সরকার দেখেছি, কিন্তু এমন স্বৈরাচারী সরকার দেখেনি আগে৷” এই প্রসঙ্গে তিনি বিভিন্ন রাজ্যের উদাহরণ টেনে বলেন, বিজেপি সরকার বেশিদিন থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eight =