মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজি! এক রাতেই গ্রেফতার ৮

মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজি! এক রাতেই গ্রেফতার ৮

কলকাতা: জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা নিয়ে জারি তরজা। খাস কলকাতায় মন্ত্রীর বাড়ির সামনে বোম পড়ায় এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়েছে, তেমন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলেও তা যোগ করেছে আলাদা তাৎপর্য। এই ঘটনায় ইতিমধ্যেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।

জানা গেছে, রাজ্যের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কসবার এই ঘটনায় এখন তদন্ত চলছে জোর কদমে। দোষীদের সকলকেই জেলে পাঠানোর আশ্বাস দিয়েছে এলাকার পুলিশ।

বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার পর্ণশ্রী, পূর্ব যাদবপুর এবং কসবা, মূলত এই তিন এলাকায় তদন্ত চালায় পুলিশ। সূত্রের খবর যে তিনটি গাড়ি থেকে বোমাবাজি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে, সেই গাড়ি গুলিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোটরবাইকও। গ্রেফতার হয়েছেন মোট ৮ জন। এছাড়া বেশ কিছু বোমা তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রের খবরে।

কেন রাজ্যের মন্ত্রীর বাড়ির সামনে বোম ফেলা হল? এর পিছনে উদ্দেশ্য কি রাজনৈতিক? অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর পিছনের আসল কারণ সন্ধান করছে পুলিশ। গত বুধবার ভর সন্ধ্যায় বোমাবাজির ঘটনা ঘটে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে আসে। অভিযোগ, কসবায় মন্ত্রীর বাড়ির কাছে দিল্লি পাবলিক স্কুলের বিপরীতে একটি মুদিখানা দোকানের পাশ থেকে বোমা ছোঁড়ে ওই দুষ্কৃতীরা। বিকট শব্দে আতঙ্কিত এলাকাবাসীর হুড়োহুড়ির মধ্যেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। বস্তুত ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না মন্ত্রী ইন্দ্রনীল সেন। চন্দননগর থেকে ফেরার পর ঘটনার কথা শুনে তিনি বলেন এটা কাপুরুষের মতো কাজ। থানায় অভিযোগও দায়ের করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + six =