কলকাতা: বাম-কংগ্রেস জোট নিয়ে মুখ খুলল তৃণমূল। ভোটের আগে বাম-কংগ্রেসের জোট প্রক্রিয়া বেশ কিছুটা মসৃণ হতেই তৃণমূল নেতা সৌগত রায় জানান, ‘‘এই জোট তৃণমূলের ফলাফলের ওপর কোনও প্রভাব ফেলবে না৷ বরং এতে তৃণমূলের লাভই হবে৷ ভোট বাড়বে তৃণমূলের৷’’
চলতি সপ্তাহে বাম ও কংগ্রেস দুই দলের মধ্যে সমঝোতা হয় অনেকটাই। ১৯৩টি আসনে প্রার্থী দেওয়া নিয়ে দুই দলের মধ্যে সমঝোতা হয়। ঠিক হয় ১০১টি আসনে লড়বে বামেরা, কংগ্রেস প্রার্থী দেবে ৯২টি আসনে। সূত্রে খবর, বাকি আসনগুলির মধ্যেও কোন দল কটা আসনে লড়বে তা শিগগিরই ঠিক হবে। পাশাপাশি, বামফ্রন্টের তরফে জানানো হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশের আয়োজন করা হবে। আমন্ত্রণ করা হবে কংগ্রেসকে। বৃহস্পতিবার এই জোট মসৃণভাবে অগ্রসর হলেই তৃণমূলের তরফে মুখ খোলেন মন্ত্রী সৌগত রায়। তিনি বলেন, “বাম ও কংগ্রেস জোটের জন্য তৃণমূলের ফলাফলের ওপর কোনও প্রভাব পড়বে না। তৃণমূলের ভোট বাড়বে। বিজেপির ভোট কমতে পারে। বামেদের হাত ধরে কিছুটা শক্তি ফিরে পেতে পারে কংগ্রেস।”