নড়েচড়ে দাঁড়ালে কেউ বাঁচতে পারবে না! ‘ভয়ঙ্কর খেলা’র হুঁশিয়ারি অনুব্রতর

নড়েচড়ে দাঁড়ালে কেউ বাঁচতে পারবে না! ‘ভয়ঙ্কর খেলা’র হুঁশিয়ারি অনুব্রতর

কলকাতা: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগন গ্রামের ১৯৮ নম্বর বুথের তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত ঘোষের মৃত্যুর ঘটনা অভিযুক্ত হয়েছে বিজেপি। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। এবার এই ঘটনায় মুখ খুলে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তাঁর নিশানায় রয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। চরম হুঁশিয়ারি দিয়ে ভয়ঙ্কর খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন ঘাসফুলের ‘কেষ্ট’।

অনুব্রত বলেন, নিগন গ্রামে বিজেপির সভায় সৌমিত্র খাঁ এসে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তার জন্য আজ একজনের মৃত্যু হয়েছে। এর প্রেক্ষিতে দোষীরা কেউই শাস্তি পাবে না বলে হুংকার দেন তিনি। পাশাপাশি বলেন, তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি করে না কিন্তু এবার আর কেউ পার পাবে না। একুশের নির্বাচনে ভয়ঙ্কর খেলা হবে বলে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। তাঁর কথায়, শুধুমাত্র বিজেপি হিংসার রাজনীতি করবে আর তৃণমূল কংগ্রেস চুড়ি পড়ে বসে থাকবে তা হবে না। বিজেপি হুমকি দিচ্ছে আর তৃণমূল কংগ্রেস কিচ্ছু করবে না, এটা ভাবা ভুল। তাই অনুব্রত হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে, দলীয় কর্মীর মৃত্যুর জন্য যারা যায় তারা অবশ্যই শাস্তি পাবেন, কেউ তাদের রক্ষা করতে পারবে না। একুশের নির্বাচন আর তার পরবর্তী সময়ে ভয়ঙ্কর খেলা শুরু হবে। স্বাভাবিকভাবেই বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি ফের একবার অশান্তির নির্বাচন দেখতে চলেছে রাজ্যবাসী, জাগছে প্রশ্ন। 

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মণ্ডল আরও বলেছেন, “ওরা (বিজেপি) বলছে সোনার বাংলা করব। বিহার, উত্তরপ্রদেশ করতে পারে নি, আর বাংলায় করবে!” এরপরেই বিজেপি নেতাদের উদ্দেশ্যে তীব্র ব্যঙ্গ ঝরে পড়ে অনুব্রত মণ্ডলের গলায়, “আহা সোনা মুখ গো আমার।” তাঁর কথায়, “এবার খেলা হবে। খেলা শেষে হাসপাতালে যাবে।” খেলায় আহত হলে হাসপাতালেই যেতে হয় বলে জানান তিনি। অনুব্রত মণ্ডলের কটাক্ষের জবাব এসেছে গেরুয়া শিবির থেকেও। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অনুব্রত মণ্ডলের মন্তব্যের জবাবে বলেন, “বিজেপি একা খেলবে। বাকিরা সবই দেখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + one =