যোগদান জারি রাখতে মরিয়া বিজেপি! অমিতের বদলে আসতে পারেন নাড্ডা

যোগদান জারি রাখতে মরিয়া বিজেপি! অমিতের বদলে আসতে পারেন নাড্ডা

কলকাতা: কৃষক আন্দোলন পরিস্থিতি তো ছিলই, এদিকে দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর পশ্চিমবঙ্গ সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে বাতিল হয়েছে শনিবারের সমস্ত কর্মসূচি। যদিও রবিবারের কর্মসূচি বহাল থাকবে বলেই বিজেপি সূত্রে খবর। সেদিন বাংলায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সঙ্গে যোগদান কর্মসূচিও জারি রাখতে বহাল ভারতীয় জনতা পার্টি শিবির। 

জানা গিয়েছে, রবিবার তৃণমূল কংগ্রেসের একাধিক সদস্য বিজেপিতে যোগদান করতে পারেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া সহ প্রমুখ। এই যোগদান পর্বে যাতে ব্যাঘাত না ঘটে সেই কারণে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দিয়ে সভা করানোর কথা রয়েছে রবিবার। যে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে যোগদান পর্ব হতো সেই সভাতে উপস্থিত থাকতে চলেছেন জেপি নাড্ডা, খবর এমনটাই। যদিও এখনো পর্যন্ত রবিবারের কর্মসূচি সংক্রান্ত ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বদলে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেই যে আনতে পারে এবং বিজেপি এবং নির্ধারিত যোগদান পর্ব জারি রাখতে পারে তার ইঙ্গিত মিলছে। উল্লেখ্য, শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কলকাতায় পা রাখার কথা ছিল৷ ১১টা নাগাদ তাঁর বিমান আসার কথা ছিল কলকাতায়৷ কিন্তু, তাঁর দুদিনের সফর বাতিল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শনিবার ও রবিবার অমিত শাহের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে৷

জানা গিয়েছে, দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আচমকা ব্যস্ত হয়ে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ৷ দফায় দফায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন শাহ৷ আর সেই কারণে দু’দিনের বঙ্গ সফর বাতিল করা হয়েছে বলে বিজেপির তরফে বলা হয়েছে৷ আইডি বিস্ফোরণ ভিভিআইপি এলাকার মধ্যে ঘটে। বিস্ফোরণটি ঘটে ইজরায়লি দূতাবাসের সামনে। এরপরই সার্বিক নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। দু’দিনের সফরে ঠাকুরনগর ও ডুমুরজোলায় সভা করা কথা ছিল অমিত শাহের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *