বিজেপি ভ্যাকসিন দেওয়া হবে! মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য গেরুয়া মন্ত্রীর

বিজেপি ভ্যাকসিন দেওয়া হবে! মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য গেরুয়া মন্ত্রীর

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতি এবং টিকাকরণ কর্মসূচি আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সংগঠিত হতে চলেছে কয়েক সপ্তাহের মধ্যেই। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তম মিশ্র। রাজনৈতিকভাবে খোঁচা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বক্তব্য পেশ করলেন তিনি তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বিজেপি ভ্যাকসিন দেওয়া হবে। এই মন্তব্যের পর রাজনৈতিক তরজা স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে দুই দলের মধ্যে।

পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের সমর্থনের কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নরত্তম মিশ্র। সেখানেই এসে তিনি বলেন, কয়েক বছর আগে উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশ যাদবকে বিজেপি ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ভ্যাকসিন পাওয়ার পালা! এমন ভ্যাকসিন দেওয়া হবে যার রেশ পাঁচ বছর থাকবে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই পাল্টা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ‌ দলের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপির মত তারা এতটা আনকালচার্ড নয়। বিজেপির নেতারা যা মন্তব্য করে সেটা ভেবে দেখে না কারণ তাদের কোনো জ্ঞান নেই। এক্ষেত্রে কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। মন্তব্য করা হয়েছে, আগে দিল্লি সামলাক বিজেপি তারপর না হয় বাংলার কথা ভাববে।

বিজেপি নেতা, মন্ত্রীদের মুখ থেকে বিতর্কিত মন্তব্য শুনতে কার্যত অভ্যস্ত হয়ে গিয়েছে দেশবাসী। পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপি নেতা সায়ন্তন বসু থেকে শুরু করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তম মিশ্র, সকলেই কোন না কোন সময়ে দলগত বা ব্যক্তি গত আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করে বসেন। এবারে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বিতর্কিত মন্তব্যের জন্য সবচেয়ে বেশি সমালোচিত হন পদ্ম শিবিরের নেতারাই। এই বিষয়টিকে নিয়ে যথেষ্ট সমালোচনা করেছে রাজনৈতিক মহলের একাংশ। তাদের বক্তব্য, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে কিন্তু এইভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা একেবারেই উচিত নয় কারোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =