কলকাতা: সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আজই দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টি শিবিরে নাম লেখাবেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রে খবর, আজ দিল্লি যেতে পারেন রাজীব এবং সেখানে গিয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। জানা গিয়েছিল, গতকাল রাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লিতে গিয়ে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই মতই আজ দিল্লি যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আজকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য দিল্লি থেকে বিশেষ বিমান পাঠানো হচ্ছে। সেই বিমানে চড়ে দিল্লি যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই হয়তো সরকারিভাবে ভারতীয় জনতা পার্টি শিবিরে নাম লেখাবেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন। যদিও, এখনো পর্যন্ত প্রত্যক্ষভাবে এ ব্যাপারে কিছুই ঘোষণা করা হয়নি দলের তরফে বা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, দুদিনের বঙ্গ সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। কিন্তু দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের জেরে সেই সফর বাতিল করেছেন তিনি। যদিও বিজেপির নির্ধারিত যোগদান কর্মসূচি বহাল রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। সেই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বদলে বাংলায় আগামীকাল আসার কথা সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।
সূত্র মারফত আরও জানা যাচ্ছে, আগামীকাল ডুমুরজলায় সভা করতে আসতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের আসার কথা থাকলেও সে ব্যাপারে এখনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। যদিও স্মৃতি ইরানি আসতে চলেছেন এমনটা প্রায় নিশ্চিত। উল্লেখ্য, বিজেপির এই সভায় তৃণমূল কংগ্রেসের তাবড় কিছু নেতার দলে যোগদান করার কথা রয়েছে। যাদের মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া থেকে শুরু করে প্রবীর ঘোষাল সহ প্রমুখ।