বাংলায় বাড়বে নির্বাচনী উত্তাপ, খুব শীঘ্রই বঙ্গে মোদী

বাংলায় বাড়বে নির্বাচনী উত্তাপ, খুব শীঘ্রই বঙ্গে মোদী

কলকাতা: সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, একাধিক প্রকল্পের উদ্বোধন করতে আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়া আসবেন তিনি। তবে শুধু যে প্রকল্প উদ্বোধন তেমনটা নয়, কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, তার আগে একপ্রস্থ বিজেপির নেতা হয়ে প্রচার করবেন তিনি তা বলাই বাহুল্য। প্রধানমন্ত্রীর হলদিয়া সফরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হলদিয়া চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে শীঘ্রই সেখানে যাবেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

হলদিয়া বন্দর সূত্রে খবর, ৭ ফেব্রুয়ারি টাউনশিপ বন্দরের হেলিপ্যাড ময়দানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ওই দিনের কর্মসূচি চূড়ান্ত করা হবে। এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে হলদিয়া স্থিত IOC, BPCL সহ একাধিক তেল সংস্থা। প্রধানমন্ত্রী হলদিয়ায় যে সমস্ত প্রকল্পগুলির উদ্বোধন করবেন তার মধ্যে IOC-র পরিবেশবান্ধব জ্বালানি পেট্রোল তৈরির প্রকল্প BS-6, ভারত পেট্রোলিয়ামের ইমপোর্ট LPG টার্মিনাল রয়েছে।

আজ এবং কাল বিজেপির কর্মসূচি করার কথা ছিল রাজ্যে। যদিও দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে বঙ্গ সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে খুব শীঘ্রই তিনি ঠাকুরনগরে এসে মতুয়া সম্প্রদায়ের জনসভা করবেন বলে আশ্বাস দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। এদিকে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপিতে যোগদান কর্মসূচি ছিল তা বহাল রাখাই এখন কার্যত লক্ষ্য বঙ্গ বিজেপি ব্রিগেডের। এদিকে জানা গিয়েছে, আজ রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেস সদস্য দিল্লি যাচ্ছেন বিজেপিতে যোগদান করার জন্য। সব মিলিয়ে আগামী কয়েকদিন যে রাজ্য রাজনীতি আরো উত্তেজক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে তা হলফ করে বলা সম্ভব। প্রসঙ্গত, ঠাকুরনগরের সভা প্রসঙ্গে অমিত শাহ জানিয়েছেন, তিনি শীঘ্রই ঠাকুরনগর আসবেন, ৪৮ ঘণ্টার নোটিশে আসবেন। ইতিমধ্যেই এই ব্যাপারে দিল্লি থেকে কৈলাশ-মুকুলদের সঙ্গে কথা বলেছেন তিনি বলে সূত্রের খবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =