‘মতুয়াদের অপমান’, শাহের সফর বাতিলকে ‘গট আপ’ বলে তোপ মমতাবালার

‘মতুয়াদের অপমান’, শাহের সফর বাতিলকে ‘গট আপ’ বলে তোপ মমতাবালার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরনগর: মতুয়াদের অপমান করেছে অমিত শাহ৷ শাহের বঙ্গে না আসা ‘গট আপ’ বিজেপির৷ তোপ মমতা বালা ঠাকুরের৷ শনিবার ঠাকুরনগরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ তবে দিল্লিতে হওয়া বিস্ফোরণের পর বঙ্গ সফর স্থগিত রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ শাহের আসার কথা শুনে বিভিন্ন জায়গা থেকে আজ মতুয়ারা ঠাকুরনগরে এসে জমা হয়েছে৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় ফের আশাহত তারা৷ এই ঘটনায় মতুয়াদের হেনস্থার অভিযোগ তুলে বিজেপি সরকারকে তোপ দাগলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর৷ একইসঙ্গে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিকেও ভাঁওতা বললেন তিনি৷ 

তিনি আরও বলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে বলে ভুল বার্তা দিয়ে তাদের এখানে আনা হয়েছে৷ অপমানের পর অপমান করা হচ্ছে মতুয়াদের৷  তৃণমূলের প্রাক্তন সাংসদ প্রশ্ন তোলেন, হাওড়ায় বিজেপির প্রতিনিধি দল গিয়েছে তাহলে ঠাকুরনগরে তারা এল না কেন? একইসঙ্গ তিনি বলেন, পুলওয়ামা হামলার পরও তো অনেক জায়গায় মিটিং মিছিল করেছিলেন শাহ৷ তাহলে এখন কী হল?

মমতাবালার কথায়, গোটা ঘটনাটাই গট-আপ৷ এভাবেই বঞ্চনার শিকার হচ্ছে মতুয়ারা৷ নাগরিকত্ব নিয়ে একেই একটু একটু করে ক্ষোভের সঞ্চার হচ্ছে মতুয়াদের মধ্যে৷ যা প্রশমন করারও চেষ্টায় রয়েছে গেরুয়া শিবির৷ তবে অমিত শাহের ঠাকুরনগরে না আসা সেই ক্ষোভের আগুনে ঘি ঢালল না তো? উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 8 =