হাওড়া: তৃণমূল কংগ্রেস ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে পড়ল জুতোর মালা। শনিবার সকালে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতে ঘটেছে এমন একটি ঘটনা৷ ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ রাজীবের দলত্যাগ মেনে নিতে না পারায় এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি হোর্ডিংয়ে জুতোর মালা পরিয়ে তাঁকে ধিক্কার জানানো হচ্ছে। এরকম কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেছে তৃণমূল সমর্থকরা। রাজনৈতিক মহলের মত অনুযায়ী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অপর তৃণমূল গোষ্ঠীর মদতেই এই কাজ হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
উল্লেখ্য, গত শুক্রবার নিজে বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই শুক্রবার বিকেলে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে বৈঠক চলাকালীন ইমেল মাধ্যমে পদত্যাগ পত্র প্রেরণ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই পত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন। এছাড়াও এদিন তৃণমূল ভবনে পদত্যাগ পত্রের প্রতিলিপি পাঠানো হয়।
বেশ কয়েকমাস ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুরত্ব বাড়ছিল তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের অন্দরে বাড়ছিল অস্বস্তি৷ তাঁর মানভঞ্জনের চেষ্টা চাললেও তা বিফরে গিয়েছে৷ কিন্তু গত মাসে সব জল্পনায় জল ঢেলে ফেসবুক লাইভে নিজের দূরত্ব স্পষ্ট করেন রাজীব। তারপর ২২ জানুয়ারি মন্ত্রীত্বপদ থেকে পদত্যাগ করেন তিনি।