‘থাকতে হবে মান, তবেই তো মানহানি’! শুভেন্দুকে কড়া জবাব অভিষেকের

‘থাকতে হবে মান, তবেই তো মানহানি’! শুভেন্দুকে কড়া জবাব অভিষেকের

কলকাতা: শুভেন্দু অধিকারীর পাঠানো নোটিসের কড়া জবাব দিলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘‘যে ব্যক্তির সামান্যতম মান-সম্মান থাকে তাঁরই একমাত্র মানহানির মামলা করা শোভা পায়।’’ পাশাপাশি, সারদা ও নারদাকাণ্ডের কথা মনে করিয়ে ফের একবার মেদিনীপুরের ভূমিপুত্রকে কাঠগড়ায় তোলেন অভিষেক।

শুক্রবার মানহানির মামলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ২৪ ঘণ্টা যেতে না যেতেই কড়া ভাষায় সেই নোটিসের জবাব দিলেন তৃণমূলের যুব সভাপতি। শনিবার নোটিসের উত্তরে তিনি জানালেন, ‘‘যে ব্যক্তির সামান্যতম মান-সম্মান থাকে, তাঁর পক্ষেই একমাত্র মানহানির মামলা করা সম্ভব। সেই ব্যক্তিই মানহানির নোটিস পাঠাতে পারে।” তাই শুভেন্দু অধিকারীর এই কাজ একেবারেই ঠিক নয় বলে জানান তিনি।

অভিষেক বন্দোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘‘আজ পর্যন্ত শুভেন্দু অধিকারী যা যা ঘটনা ঘটিয়েছেন তাতে কোথাও তাঁর সম্মান বৃদ্ধি হয়েছে বলে মনে হয় না।” শুভেন্দু অধিকারীকে সরাসরি টিভির ক্যামেরায় ‘ঘুষ’ নিতে দেখা গিয়েছে বলে এদিন তিনি আরও একবার স্মরণ করিয়ে দেন তৃণমূল সাংসদ। সারদার কর্ণধার সুদীপ্ত সেনের চিঠির কথাও তোলেন অভিষেক। যেখানে একাধিকবার নাম করে সুদীপ্ত সেন লিখেছেন, শুভেন্দু অধিকারী তার কাছ থেকে ‘তোলাবাজি’ করে টাকা নিত। এদিন শুভেন্দু অধিকারীর নোটিসের জবাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, “ফের যদি এরকম কোনও নোটিস পাঠানো হয়, তার উত্তর আরও কড়া ভাবে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =