বোলপুর: আগেও বহুবার তাঁর মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতির ময়দানে। শুক্রবার ফের একবার সেরকমই বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবারে সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তিনি। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সঞ্জিত ঘোষের খুনের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে ৮ জনকে। এই নিয়ে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত বলেন, “প্রধানমন্ত্রীর বাবারও ক্ষমতা নেই অভিযুক্তদের ছাড়াবে।”
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগন এলাকায় কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সঞ্জিত ঘোষকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। শুক্রবার তার স্মরণসভায় যোগ দেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কথা বলেন নিহত সঞ্জিতের পরিবারের সঙ্গেও। সেখানেই তৃণমূলের ডাকাবুকো নেতা বলেন, “সঞ্জিতের হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আমি চাইলে আইন হাতে তুলে নিতে পারতাম। কিন্তু তা নিইনি। আইনগতভাবেই শাস্তি পাবে দোষীরা।”
তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সঞ্জীব ঘোষের হত্যা মামলায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম স্বপন দাস, নিখিল ঘোষ, রাজ মাঝি, বাপি দাস, দোয়েব মাঝি, লবান মাঝি, জগন্নাথ ঘোষ ও আশীষ ঘোষ। স্থানীয় সূত্রে খবর, এরা প্রত্যেকেই বিজেপি কর্মী। এদের মধ্যে আশীষ ঘোষ বিজেপির কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্য। শুক্রবার অনুব্রত মণ্ডল আরও জানান, “আমি কথা দিয়ে গেলাম এদের যাবজ্জীবন সাজা দেব। মানুষের জীবন নিয়ে যারা খেলা করেছেন তারা কেউ ছাড়া পাবেন না। যদি ভাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছাড়িয়ে নেবে, তাহলে বলি ওর বাপেরও ক্ষমতা নেই এদের ছাড়ানোর। আর নিগনের মানুষকে বলছি, এই ধরনের নোংরা রাজনীতি যারা করে তাদের প্রশ্রয় দেবেন না। আমার দলের লোক হলেও নয়।”