‘সকালে মিটিং করতে আসব, রাতে আসব মশলা নিয়ে’, অশোকনগর থেকে হুঙ্কার মদনের

‘সকালে মিটিং করতে আসব, রাতে আসব মশলা নিয়ে’, অশোকনগর থেকে হুঙ্কার মদনের

নিজস্ব সংবাদদাতা, অশোকনগর: ভোটের জন্য কী দাওয়াই লাগে তা পৌঁছনোর কথা মেদিনীপুরের মাটি থেকে আগেই বলেছিলেন৷ এবার বললেন ভোটের আগে অশোকনগরে এসে পৌঁছে দেবেন রাজনীতির মশলা৷ শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে দলীয় সভায় এমনই হুংকার দিলেন তৃণমূল নেতা মদন মিত্র৷ সকালে মিটিংয়ের জন্য আর রাতে প্রয়োজনে মশলা নিয়ে আসবে তৃণমূল। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, বাংলা দখল কোনও অবস্থাতেই সম্ভব হবে না। রাজ্য দখল করতে হলে ফল যে ভাল হবে না তাও প্রকারান্তরে বুঝিয়ে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, সকালে মিটিং করতে আসবেন আর রাতে আসবেন মশলা নিয়ে৷

অনুব্রতর বুলিই এদিন আওড়ালেন মদনও৷ বললেন খেলা হবে৷ এদিন রাজীবের বিজেপি যোগের প্রসঙ্গে আবার মদন জানালেন, ওরা চারজন বিজেপিতে গেছে আর অশোকনগরের মাঠে ৪০ হাজার মানুষ জমা হয়েছে৷ তাই কিচ্ছু যায় আসে না৷ একইসঙ্গে মদনের কথায়, গোটা দিল্লিকে এসে এখানে ক্যাম্প করতে হবে, গোটা বাংলা জুড়ে খেলা হবে৷

সোমবার পুরুলিয়ার কাশীপুরে গিয়েও এই একই কথা বলতে শোনা গিয়েছিল মদনকে৷ বলেছিলেন, গাড়ি গাড়ি মাল মেটিরিয়াল পৌঁছে দেব। নিবার্চন করতে যেটা লাগে। যেমন রান্না করতে গরম মশলা লাগে গুঁড়ো লঙ্কা লাগে,তেমনই পলিটিক্সের জন্য অনেক কিছু লাগে। সেইগুলো পৌঁছাতে হবে। সবটা তো আর সকালে পৌঁছনো যায় না, কিছুটা  রাতে পৌঁছতে হয়। মদনের এই মন্তব্য দাবানলের মত দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =