নিজস্ব সংবাদদাতা, কামারহাটি: একটি সংবাদমাধ্যমে মদন মিত্র হুমকি দিয়েছিলেন কামারহাটিতে অর্জুন এলে তার হাতের পাঞ্জা কেটে নেবেন৷ মদনের হুমকিকে চ্যালেঞ্জ করে রবিবার কামারহাটিতে এলেন অর্জুন সিং৷ এদিন মদনকে একের পর এক তোপ দাগেন তিনি৷ বলেন, “এখানে কর্মসূচীতে আসিনি, দুদিন আগে তৃণমূলের ক্রাইসিস ম্যানেজমেন্ট এক লিডার বলেছিলেন যে কামারহাটিতে এলে আমার পাঞ্জা কেটে নেবেন৷ তাই আমি আমার কর্মীদের বলেছিলাম৷ আজ এখানে চা খেলাম আগামীদিন কামারহাটি ময়দানে চা খাব৷”
অর্জুন সিং এর আসার খবর পেয়ে হাজার খানেক বিজেপি কর্মিরা এদিন তাকে স্বাগত জানায়৷ এদিন নাম না করে মদন মিত্রকে তৃণমূলের বুড়ো বাহুবলীও বলেন অর্জুন৷ বলেন, যে নেতা বলেন পরশুরাম গরুর মাংস খেতেন সেই নেতাদের নিজের দলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যয়৷ এদিন আকার ইঙ্গিতে অর্জুন চ্যালেঞ্জ করেন, তৃণমূল নেতার কত ক্ষমতা দেখিয়ে দিক৷ এদিন মদন মিত্রকে তোলাবাজ বলেও নিশানা করেন অর্জুন৷
শাসকদলকে আক্রমণ করে অর্জুন বলেন, কামারহাটিতে যার তার জমি-বাড়ি দখল করে নেওয়া হয়েছে৷ তৃণমূল সরকার পুলিশ ও ক্রিমিনালদের সংযোগে দৌরাত্ম্য এলাকায় বাড়িয়ে দিয়েছে। তবে এর জবাবে আগামী দিনে মানুষ দিয়ে দেবে। তবে শুদ্ধিকরণের বিষয়েও তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল নেতা নিজের শুদ্ধিকরণ নিজেই করুক তার কারণ মমতা ব্যানার্জি কিছুদিন আগে তাকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। এবং হয়তো কিছুদিন পরে লাল কার্ড দেখিয়ে দেবে।