কলকাতা: বিজেপিতে যোগ দিতেই নতুন ‘পুরস্কার’ পেলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হল কেন্দ্রীয় ‘জেড ক্যাটাগরি নিরাপত্তা’ এবং রাজ্যের বাইরে রাজীব পাবেন ‘ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা’। ঠিক যেভাবে বিজেপিতে যোগদানের পরেই পুরস্কারস্বরূপ শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেভাবেই রাজীব পেলেন কেন্দ্রীয় নিরাপত্তার বলয়।
রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভায় বক্তব্য রাখতে দেখা গেছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আর সেই সভা শেষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র দপ্তর থেকে ফোন করে রাজীবের নিরাপত্তার ব্যাপারে জানানো হয় তাকে। সূত্রের খবর, রবিরার রাতে এই ফোন পান রাজীব৷ সংবাদমাধ্যমে জানান, মঙ্গলবার বারুইপুরের সভার আগেই এই নিরাপত্তা পাবেন তিনি। উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ‘বেসুরো’ হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতারা তার মানভঞ্জনের চেষ্টা চালালেও মন গলেনি তার। তারপর ফেসবুক লাইভে এসে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েই ২২ জানুয়ারি মন্ত্রিত্ব ছাড়েন রাজীব। এবং তারপর শুভেন্দুর দেখানো ‘ট্রেন্ড’ অনুসরণ করে গত ২৯ জানুয়ারি ছাড়েন বিধায়ক পদ ও দলের সদস্যপদ।
এসবের পরেই তার বিজেপিতে যোগদানের দিনক্ষণ নিয়ে শুরু হয় জল্পনা। উল্লেখ্য, রাজ্য সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তার বিজেপিতে যোগদানের গুঞ্জন শোনা গেলেও স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হওয়ায় গত শনিবার একটি বিশেষ বিমানে ৫ জনকে নিয়ে দিল্লি পৌঁছে যান রাজীব। সেখানে বিজেপিতে যোগ দিয়ে রাতেই ফিরে এসে রবিবার ডুমুরজলার সভায় যোগদান করেন তিনি৷ তারপরেই এই নিরাপত্তার পুরস্কার প্রাপ্তি হয় তার।