‘হিংসুটেদের কাজ নেই, খালি কুটুস কুটুস করে’, স্মৃতিকে পাল্টা নিশানা মমতার!

‘হিংসুটেদের কাজ নেই, খালি কুটুস কুটুস করে’, স্মৃতিকে পাল্টা নিশানা মমতার!

কলকাতা: ডুমুরজলার সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী বাংলায় রেশন দুর্নীতির অভিযোগ তুলে মমতাকে নিশানা করেছিলেন৷ আজ নাম না করে যেন তারই জবাব দিলেন মমতা৷ সোমবার রেশন ডিলারদের নিয়ে নেতাজী ইন্ডোরের সভায় মমতা বলেন, অনেকে তো পরিকল্পনা করে মিথ্যে রটিয়ে দেয়৷ আমি প্রতিদিন রিপোর্ট পাই এবং তা চেক করি৷ নাম না করে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, হিংসুটেদের কাজ নেই কর্ম নেই সারাদিন কুটুস কুটুস করে৷ ওই কৈকেই ও মন্থরার মতা৷ খালি কী করে চিমটি কাটা যায়৷ 

লকডাউনের সময় দু একটা রেশন দোকানে সমস্যা হয়েছিল৷ তাও পরে ঠিক করে নেওয়া হয়৷ মমতার অভিযোগ সংবাদমাধ্যম তা বড়সড় করে দেখিয়েছে৷ রবিবার স্মৃতি ইরানী তোপ দেগেছিলেন, তৃণমূল নেতারা চাল চুরি করল আর মুখ্যমন্ত্রী আধিকারিকদের সরিয়ে দিলেন৷ প্রশ্ন তুলেছিলেন দলের নেতাদের কেন শাস্তি দিলেন না দিদি৷ আজ মমতা তারই পাল্টা দিয়ে এফসিআই-এর বিরুদ্ধে পচা চাল পাঠানোর অভিযোগ করেন৷ বলেন, উত্তরপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ থেকে লক্ষ লক্ষ টন চাল কেনে কেন্দ্র৷ কিন্তু বাংলার কৃষকদের থেকে কিছু কেনা হয় না৷ নাথিং৷ 

কেন্দ্রের বিরুদ্ধে আগেও একাধিকবার বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার সেই অভিযোগ তুলেছেন তিনি। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার কৃষকদের থেকে কম পরিমাণ চাল কেনা হচ্ছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − two =