‘ফাঁস হয়েছে TET-এর প্রশ্ন’, বিস্ফোরক শুভেন্দু! তুললেন ভোটে কারচুপির অভিযোগ!

‘ফাঁস হয়েছে TET-এর প্রশ্ন’, বিস্ফোরক শুভেন্দু! তুললেন ভোটে কারচুপির অভিযোগ!

 কালনা: বিধানসভা নির্বাচনের আগে দলের হাল মজবুত করতে উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের আগে দলবদলের যে কালো মেঘ দেখা দিয়েছে শাসকদলের আকাশে, তার সুযোগকে কোনোমতেই হাতছাড়া করতে নারাজ বিজেপি। তাই তৃণমূলের দিকে একের পর আক্রমণের তির শানাচ্ছেন গেরুয়া নেতারা। আর পদ্ম শিবিরের সেই আক্রমণের অন্যতম কান্ডারী নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী।

হাওড়ার ডুমুরজোলায় বিজেপির মহা যোগদান সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে পুরোনো দলকে এক হাত নেওয়ার পর আজ ফের বর্ধমানের কালনার দলীয় জনসভা থেকে রাজ্যের কেলেঙ্কারির পর্দা ফাঁস করলেন তিনি। ভোটের সময় শাসকদল তৃণমূল কংগ্রেস লাঠি কাঠ বোমা বন্দুক নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে, এদিন এমনটাই দাবি করেছেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ঘাসফুলের বিরুদ্ধে ভোট গণনার দিন কারচুপির অভিযোগও এনেছেন তিনি।

তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের দিন লাঠি কাঠ বোমা বন্দুক নিয়ে বিডিও অফিস ঘিরে রাখে ওরা। তাও যদি নমিনেশন করে দিয়ে যান, গণনার দিন আপনাদের পদ্মফুলের ব্যালটের উপরে জোড়াফুল লাগিয়ে দেয়।” শাসকদলের ভিতরে থাকায় তাঁদের এইসমস্ত কাজ সম্বন্ধে ওয়াকিবহাল বলেই নিজেকে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি এও জানান, “ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলা পরিষদ বিজেপি পেয়েছে, আরামবাগ লোকসভা বিজেপি জিতেছে। কারচুপি করতে দেয় নি।”

পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্নপ্রায়, বেকারদের জন্য চাকরি নেই, এদিন সেসবও উঠে আসে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর ভাষণে। টেট নিয়োগে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। গতকাল টেটের পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র সবার মোবাইলে ঘোরাফেরা করছিল, বলেন তিনি। এরপরই জনতার উদ্দেশ্যে প্রাক্তন এই তৃণমূল বিধায়ক জানতে চান, “এ রাজ্যে শেষ কবে এসএসসি হয়েছিল?”

গত ডিসেম্বরে গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়ার পর থেকেই শাসকদলের উদ্দেশ্যে একের পর এক বোমা ফাটাতে শুরু করেন নন্দীগ্রামের নেতা শুভেন্দু অধিকারী। আজকের সভা থেকে এই অভিযোগ আরো একবার বাড়িয়ে দিয়েছে ভোট পূর্ববর্তী রাজনৈতিক উত্তাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =