বাতাসের মাধ্যমে ছড়াতে পারে করোনার জীবাণু, চাপের মুখে স্বীকার WHO’র

বাতাসের মাধ্যমে ছড়াতে পারে করোনার জীবাণু, চাপের মুখে স্বীকার WHO’র

জেনিভা:  করোনা ভাইরাস বাতাসে অনেক দূর যেতে পার৷ বিজ্ঞানীদের চাপের মুখে কার্যত স্বীকার করে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ কয়েক দিন আগে দু’শতাধিক বিজ্ঞানী দাবি করেন, করোনা বাতাসে ভেসে বেরাতে পারে৷ সেখান থেকে সংক্রামণ ছড়াতে পারে৷ এই বিষয়ে হু’কে বিবৃতি দেওয়ার জন্য বিজ্ঞানীরা চাপ দিতে থাকেন৷ বাধ্য হয়ে চাপেক মুখে সাংবাদিক সম্মেলনে নয়া দাবি হু’র৷

মঙ্গলবার জেনিভায় মহামারী সংক্রান্ত বিভাগের প্রধান মারিয়া ফন সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘‘করোনা বাতাসের মধ্যেও ছড়িয়ে পরতে পারে৷ এই সম্ভাবনার কথা আমরা খতিয়ে দেখব৷ এখন এই বিষয়ে যথেষ্ঠ প্রমাণ পাওয়া যাচ্ছে না৷ তবে, বিষয়টি খতিয়ে দেখা হবে৷’’ এর আগে হু বলেছিল, করোনা বাতাসে ভাসমান জলকনার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে৷ হাঁচি বা কাশির মাধ্যমে জীবানু বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে৷ তবে বেশিদূর যেতে পারে না৷ তার আগেই মাটিতে পরে যায় বলে হুয়ের তরফে জানানো হয়েছে৷

সোমবার ক্লিনিক্যান ডিজিজ নামের একটি মেডিক্যাল জার্নালে  ৩২টি দেশের ২৩৯  বিজ্ঞানী  হুকে খোলা চিঠি লেখেন৷ সেখনে প্রমাণ দিয়ে বিজ্ঞানীরা দাবি করেন, করোনা বাতাসের মাধ্যমে প্রবাহিত হতে পারে৷ এরপর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে করোনার জীবানু শরীরে প্রবেশ করতে পারে৷ করোনা ভাইরাস দীর্ঘক্ষণ বাতাসে ভেসে থাকতে পারে৷ তাই আগের পরামর্শ সংশোধন করার দাবি জানান তাঁরা৷ হুয়ের তরফে মঙ্গলবারের ঘোষণায় জানানো হয়েছে, বাতাসে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এই বিষয়ে প্রমাণ পাওয়া গেলেও ‘হু’ কোনও সিদ্ধান্ত আসেনি৷ তবে বিজ্ঞানীদের আবেদনে সমর্থন জানাচ্ছে বলেও হুয়ের তরফে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =