মতুয়াদের দেওয়ার মতো উত্তর নেই তাই বাংলায় আসেননি শাহ, কটাক্ষ ব্রাত্যর

মতুয়াদের দেওয়ার মতো উত্তর নেই তাই বাংলায় আসেননি শাহ, কটাক্ষ ব্রাত্যর

কলকাতা: এখনই লাগু হবে না সিএএ৷ এই ঘোষণা করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ তাহলে তড়িঘড়ি করে পাশ কেন করানো হল এই আইন? প্রশ্ন তুলছে বাংলার মতুয়া সমাজ৷ বুধবার এই একই প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু৷ একইসঙ্গে তাঁর তোপ, মতুয়াদের প্রতারণা করছেন, তপশিলীদের নিয়ে ভুয়ো রাজনীতি করছেন শাহ৷ ব্রাত্য বলেন, শাহ ঠাকুরনগরে না আসার ফলে মতুয়াদের যে ক্ষোভ তৈরি হয়েছে তা যথার্থ৷ আবারও বিভাজনমূলক রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপিকে বিঁধলেন তিনি৷

তৃণমূলের সাংবাদিক বৈঠকে এদিন ব্রাত্য বলেন, শাহ বাংলায় আসেননি কারণ তিনি ভাবছিলেন মতুয়াদের কী প্রতিশ্রুতি দেবেন নতুন করে৷ তাই তৃণমূলও অপেক্ষা করে আছে কবে আসবেন শাহ৷ তিনি কী বলেন মতুয়াদের তা শোনার অপেক্ষায় আছেন তারা৷ 

বাংলার বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর মতুয়া সমাজ৷ যাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাগরিকত্ব আইন৷ তবে নির্বাচনের আগে সেই আইন তো লাগু করা সম্ভব নয় তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে৷ তাহলে এখনও কী মতুয়ারা ভরসা রাখবে বিজেপির ওপর৷ না অন্য কোনও পথ খুঁজবেন তারা৷ ড্যামেজ কন্ট্রোলে বিজেপিই বা কী পন্থা নেবে? প্রশ্ন থেকেই যাচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 10 =