ব্যতিক্রমী নজির গড়ে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী

ব্যতিক্রমী নজির গড়ে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী

কলকাতা:  শিয়রে ভোট৷ এর আগে রয়েছে বিধানসভার অধিবেশন৷ ব্যাতিক্রমী পদক্ষেপ নিয়ে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত? সরকারের কাজ নিয়ে প্রকাশ্য মঞ্চেই প্রশ্ন ছুড়লেন সাধন পাণ্ডে

তবে পূর্ণাঙ্গ বাজেটের বদলে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে চলেছে তিনি৷ এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হবে বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য বিষয় হল, রাজ্য সরকার ও রাজ্যপালের ক্রমবর্ধমান দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে এই সৌজন্যকেও বিরল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷ 

আগামীকালই বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হতে পারে বলে সূত্রের খবর৷ নিয়ম মেনে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার কথা অর্থমন্ত্রী অমিত মিত্রের৷ কিন্তু করোনা পরিস্থিতিতে তাঁকে বাইরে বেরনোর অনুমতি দেননি চিকিৎসক৷ ফলে তাঁর বদলে আগামীকাল অন্য কেউ এই বাজেট পেশ করবেন৷ এই আর্জিও মঞ্চুর করেছেন রাজ্যপাল৷ 

রাজনীতি বিশেষজ্ঞদের কথায়, কোনও কারণে অর্থমন্ত্রী বাজেট পেশ করতে না পারলে অন্য কোনও মন্ত্রী তা পেশ করতেই পারেন৷ তবে মুখ্যমন্ত্রী স্বয়ং বাজেট পড়বেন, এমন ঘটনা বিরল৷ তাছাড়া ক্ষমতা বলে বিধানসভার অধ্যক্ষ ঠিক করতে পারেন কে বাজেট পড়বেন৷ সেখানে দাঁড়িয়ে বাড়তি সৌজন্য দেখিয়ে রাজ্যপালের অনুমতি নেওয়া হল কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ 

আরও পড়ুন- ক্ষমতায় ফিরে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে সিঙ্গুরে, প্রতীকী শিলান্যাস সুজনের!

অন্যদিকে, রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্ট বক্তৃতা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস জোট৷ তাঁদের দাবি, গত দশ বছরে গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে এসেছে শাসক দল৷ সে কারণেই ভোট অন বাজেট বক্তৃতা বয়কট করেছে তারা৷ এক যোগে বিরোধিতার সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ তাঁদের অভিযোগ, রাজ্যের একাধিক সমস্যা রয়েছে৷ যে বিষয়গুলি বিধানসভায় তুলে ধরার সুযোগ তাঁদের দেওয়া হচ্ছে না৷ তাই বিরোধীদের অধিকার কেড়ে নেওয়া সরকারের ভোট অন অ্যাকাউন্ট বাজেট বয়কট করছেন তাঁরাও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =