নজরে ভোটারদের স্বাস্থ্য, বুথের সংখ্যা বৃদ্ধি হচ্ছে ৩০%

নজরে ভোটারদের স্বাস্থ্য, বুথের সংখ্যা বৃদ্ধি হচ্ছে ৩০%

কলকাতা: কোভিড অতিমারীর কারণে সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে নির্বাচন করানোর লক্ষ্যে নির্বাচন কমিশন এইবার রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিশ শতাংশ পর্যন্ত বুথের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে। এর ফলে আরও ২২ হাজার ৮৮৭ টি নতুন বুথ তৈরি করা হবে। মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ লাখ ১ হাজার ৭৯০টি। 

অন্যদিকে, বয়স্ক ও শারীরিক ভাবে অক্ষম ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ২ হাজার ৯৫০ টি নির্বাচিত বুথকে উপর থেকে নীচে নামিয়ে আনা হচ্ছে। সব বুথেই রাম্প রাখা হবে। সব জেলা শাসকদের ১০ তারিখের মধ্যে বুথের অবস্থার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। করোনা ভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে যে নির্বাচন কমিশন নানা পদক্ষেপ নেবে তা এর আগেই জানা গিয়েছিল। সেই মতো বুথ সংখ্যা বাড়ার কথাই।  

এ দিকে, ভোটের প্রচারে প্রার্থীর খরচের সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এবারের বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী খরচ করতে পারবেন ৩০ লক্ষ ৮০ হাজার টাকা। যা আগে খরচ করা যেত ২৮ লক্ষ। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র বিধানসভা নির্বাচনের জন্য নয়, লোকসভা নির্বাচনের জন্যও। তবে এ ক্ষেত্রে প্রার্থীকে আয়ের উৎস জানাতে হবে নির্বাচন কমিশনকে। কমিশন সূত্রে খবর এমনটাই। সূত্র মারফত জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই খরচের বৃদ্ধির পাশাপাশি লোকসভা নির্বাচনেও যে খরচ বাড়ানো হয়েছে তার তুলনায় বেশি। এর আগে লোকসভা নির্বাচনে ১ জন প্রার্থী খরচ করতে পারতেন ৭০ লক্ষ টাকা কিন্তু এখন তিনি খরচ করতে পারবেন ৭৭ লক্ষ টাকা। তবে দলীয় খরচের সীমা এখনো পর্যন্ত নির্ধারিত করা হয়নি। কিন্তু কোন দল যদি তার প্রার্থীর নামে খরচ করতে চায় তাহলে সেই নির্ধারিত নিয়ম মেনে খরচ করতে হবে এবং একই ভাবে প্রার্থীর আয়ের উৎস ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 9 =