হলদিয়ায় একমঞ্চে থাকবেন মোদী-দেব? টুইটে সাংসদ জানালেন স্পষ্ট অবস্থান

হলদিয়ায় একমঞ্চে থাকবেন মোদী-দেব? টুইটে সাংসদ জানালেন স্পষ্ট অবস্থান

হলদিয়া: প্রধানমন্ত্রীর সভায় থাকছেন না ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। টুইটবার্তায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’য়ের দাবিকে নাকচ করে তাঁর ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকার কথা সাফ জানিয়ে দিলেন অভিনেতা নিজেই।

আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় ২টি সরকারি প্রকল্পের সূচনাসহ ১টি প্রকল্পের শিল্যান্যাস করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনের ওই সভায় রাজ্য থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় সহ ৩ তৃণমূল সাংসদ- শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং দীপক অধিকারী ওরফে দেব’কে। এই ব্যাপারে জলঘোলা করে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বুধবার সকালে টুইট করে জানান, ‘‘হলদিয়ার মঞ্চে মোদীর সাথে থাকবেন শিশির অধিকারী এবং দেব৷” আর এই নিয়ে শুরু হয় রাজনৈতিক জল্পনা।

কিন্তু সব জল্পনায় জল ঢেলে দেব বুধবার টুইট করে দেব লেখেন, ‘‘আমন্ত্রণ পেয়েও ওই অনুষ্ঠানে থাকতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে৷”  উল্লেখ্য, কেন্দ্র সরকারের ‘উজ্জ্বলা যোজনা’র সুবিধার্থে ১১০০ কোটি টাকা খরচে নির্মিত এলপিজি টার্মিনালের উদ্বোধনে আগামী রবিবার হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় ১০০০ কোটি টাকা ব্যয়ে লুব্রিকেন্ট অয়েল তৈরির কারখানার শিল্যান্যাসও এদিন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিবহন মন্ত্রকের আওতাভুক্ত একটি রাস্তা নির্মাণের কাজের বাস্তবায়ন হবে এদিন। তাছাড়া ১৪০০ কোটি টাকা ব্যয়ে ‘উর্যা গঙ্গা’ প্রকল্পের একটি প্রকল্প উদ্বোধন করা হবে রবিবার। তবে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সম্পর্কে এখনো কিছু স্পষ্ট করে হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *