সকালে পুলিশি ‘হেনস্থা’! বিকালে পার্শ্ব শিক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর!

সকালে পুলিশি ‘হেনস্থা’! বিকালে পার্শ্ব শিক্ষকদের বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর!

d9c87ab73dfaaa436b39e7036b20566b

 

কলকাতা: শিক্ষা ক্ষেত্রে রাজ্য বাজেটে ভীষণ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিকে পার্শ্ব শিক্ষক নিয়োগ এবং বেতন বৃদ্ধি নিয়েও এ দিন বাজেটে ঘোষণা করলেন তিনি। জানালেন, পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি। একই সঙ্গে পার্শ্ব শিক্ষক নিয়োগও করা হবে পরবর্তী ক্ষেত্রে। তাৎপর্যপূর্ণ ভাবে, এ দিন সুবোধ মল্লিক স্কোয়ারে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে পুলিশের ব্যাপক বিরোধ হয়। তাদের দাবি মানা হচ্ছে না বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন তারা। 

এ দিন বাজেট পেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পার্শ্বশিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। এছাড়াও তফশিলি জাতি, উপজাতি, আদিবাসী মানুষদের জন্য ১০০টি নতুন ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে৷ এর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ অলচিকি ভাষার জন্য ৫০০টি নতুন স্কুল ও দেড় হাজার পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে৷ আগামী পাঁচ বছরে অলচিকি ভাষায় পঠন পাঠনের জন্য আরও ৫০০টি নতুন স্কুল গড়ে তোলা হবে৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব রাখা হচ্ছে৷ অন্যদিকে, নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ভাষার জন্য আগামী পাঁচ বছরে ১০০টি নতুন স্কুল তৈরি করা হবে। নিয়োগ করা হবে ৩০০ পার্শ্ব শিক্ষক৷ আগামী অর্থবর্ষে এর জন্য ৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দ রাখা হচ্ছে৷ 

চা বাগানে কর্মরত শ্রমিকদের বড় অংশ যে ভাষায় কথা বলে সেই ভাষায় পড়াশোনার সুযোগ দিতে চা বাগান এলাকায় আগামী পাঁচ বছরে ১০০টি বিদ্যালয় স্থাপন করা হবে বলে তিনি জানান৷ এই ভাষায় শিক্ষা দেওয়ার জন্য ৩০০ জন পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হবে৷ আগামী অর্থবর্ষে এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি টাকা৷ এছাড়াও রাজবংশী ভাষায় ২০০টি বিশ্ববিদ্যালয়কে সরকারি অনুমোদন দেওয়া হবে৷ মাদ্রাসা স্কুলগুলিকে সরাসরি সাহায্য প্রদান করা হবে৷ এর জন্য রয়েছে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। 

মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় পার্শ্ব শিক্ষক নিয়োগ ও বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা করছেন, ঠিক তখন লাগাতার ৫১ দিন ধরে রাজপথে বসে রয়েছেন সেই পার্শ্ব শিক্ষকদের একাংশ৷ সব কাজে সম বেতনের দাবিতে আজ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়৷ কিন্তু তার জন্য পুলিশের অনুমতি মেলেনি বলে অভিযোগ৷ যদিও অবস্থনে বসার জন্য হাইকোর্টের অনুমতি ছিল শিক্ষক সংগঠনের৷ আজ নবান্ন অভিযান শুরু হতেই সুবোধ মল্লিক স্কোয়ারে রাস্তায় বসে বিক্ষোভ দেখান শিক্ষকদের একাংশ৷ তাদের দাবি, অবিলম্বে বেতন পরিকাঠামো বাড়াতে হবে৷ পাশাপাশি একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ চলে৷ সেই বিক্ষোভ ঘিরেই ধূন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল সুবোধ মল্লিক স্কোয়ারে৷ ওঠে পুলিশি হেনস্থার অভিযোগ৷ বেশকয়েকজনকে আটক করা হয়৷ 

এই প্রসঙ্গে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘প্রতিশ্রুতি দেওয়ার পরও সরকার তা পালন না করায় পার্শ্বশিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ আজ তাঁদের নবান্ন অভিযান চলাকালীন পুলিশি আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ দাবির যৌক্তিকতা বিচার করে তাঁদের জন্য আলাদা একটি বেতন কাঠামো ঘোষণা করুক রাজ্য সরকার৷’’ শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বলেন, ‘‘গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের এই অমানবিক আক্রমণকে ধিক্কার জানাই৷ বেতন কাঠামো নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী তাঁদের সাথে আলোচনায় বসে মীমাংসা করুক৷’’মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘আজ পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ মর্যাদা ও উপযুক্ত বেতনের প্রশ্নে বিগত সরকারের মত এই সরকারের আমলেও এঁরা বঞ্চনার শিকার হচ্ছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *