ওয়াশিংটন: ফের গুগলের অফিসিয়াল মার্কেটপ্লেস-এ খোঁজ মিলেছে মারাত্মক জোকার ম্যালওয়্যারের। এবার এই ম্যাল ওয়্যারের সন্ধান মিলেছে আপাত দৃষ্টিতে বৈধ গুগল প্লেস্টোরের তেমন কিছু অ্যাপে। ইসরায়েলের সাইবার নিরাপত্তা সংস্থা চেক পয়েন্ট-এর রিসার্চাররা এই অ্যাপগুলিতে জোকার ম্যালওয়্যারের একটি নয়া সংস্করণ খুঁজে পেয়েছে। এর পরেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মগুলি আরও সুরক্ষিত করতে জোরদার পদক্ষেপ নিল গুগল।
প্লে স্টোর থেকে একেবারে সরিয়ে ফেলা হল সেই ধরণের ১১টি অ্যাপ। অতিরিক্ত ম্যাল ওয়্যার ডাউনলোডে সক্ষম গুগল প্লে-র এই নতুন স্পাইওয়্যার হল জোকার ড্রপার এবং প্রিমিয়াম ডায়ালার । ইউজারদের অজান্তে বা সম্মতি ছাড়াই এরা প্রিমিয়ার পরিষেবাযর জন্য নিজেই সাবস্ক্রাইব করে নেয় ইউজারদের এবং যাদের ফোনে এই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করা ছিল রেখেছিল, গুগল প্লে এর সুরক্ষা কাঠামোর আওতায় তাদের সনাক্ত করা যায়নি। চেক পয়েন্ট সতর্ক করে জানিয়েছে যে গুগল প্লে-র সুরক্ষা ব্যাবস্থায় জোকার ম্যালওয়্যার সনাক্ত করা শক্ত এবং ফলস্বরূপ এটি প্লে স্টোরে খুব সহজেই ফিরে আসতে পারে। সিকিউরিটি রিসার্চারদের মতে এই ধরণের অ্যাপ কারো মোবাইলে ডাউনলোড করা থাকলে তা মত দ্রুত সম্ভব অবশ্যই আন ইন্সটল করা উচিত।
কুখ্যাত জোকার বাগ আক্রান্ত ১১টি অ্যাপের তালিকা নীচে দেওয়া হল-
com.imagecompress.android
com.contact.withme.texts
com.hmvoice.friendsms
com.relax.relaxation.androidsms
com.cheery.message.sendsms
com.peason.lovinglovemessage
com.file.recovefiles
com.LPlocker.lockapps
com.remindme.alram
com.training.memorygame