কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলাধুলা এবং ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে একদিকে যেমন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই ক্লাবগুলিকে কেন অনুদান দেওয়া হয় সেই ব্যাপারেও খোলসা করলেন তিনি। মমতার কথায়, ক্লাবগুলোকে অনুদান দেওয়া হয় বলে অনেক বাবুদের রাগ! কিন্তু তিনি দাবি করেন, এই অনুদানের জন্য তাদের কেন, কারোর কোনও রাগ করা সাজে না।
অনুদান কেন দেওয়া হয় তার ব্যাখ্যা করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই ক্লাবগুলোর এলাকার ক্লাব যারা মানুষের বিপদে আপদে পাশে থাকে। এই ক্লাব গুলোই কখনো একটু ক্যারাম খেলে, কখনো ফুটবল খেলে, রচনা প্রতিযোগিতা আয়োজন করে, দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা, সব ধরনের কাজ করে। একইসঙ্গে রক্তদান শিবিরের মত গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন পর্যন্ত করে। এর পাশাপাশি তিনি জানান, ৮,২৮৯ ক্লাবকে ৮২ কোটি ৮৯ লক্ষ অনুদান দেওয়া হবে। এছাড়া অনেক স্টেডিয়াম তৈরি করা হয়েছে এবং রাজ্য জুড়ে ৫৩ টি অনুষ্ঠানের উদ্বোধন হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, তিনি মনে করিয়ে দেন, আগামী কয়েকদিনের মধ্যেই ৭২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হবে এবং ৩,২৯০০০ কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো বলেন, বাংলাকে কেউ কখনো টেনে নিচে নামাতে পারবে না। সংস্কৃতির গন্তব্য হবে বাংলা, খেলাধুলার গন্তব্য হবে বাংলা। আগামী দিনে বিশ্ব বাংলার কাছে আসবে, বাংলাকে কোথাও যেতে হবে না। একইসঙ্গে পরিসংখ্যান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গোটা দেশে বেকারত্বের হার বেড়েছে ৪০ শতাংশ কিন্তু বাংলায় দারিদ্র্যের হার কমেছে ৪০ শতাংশ। তিনি আরও জানিয়ে দেন, ৩৪টি ক্রীড়া সংস্থাকে অনুদান দিয়েছে রাজ্য। হকির অ্যাস্ট্রোটার্ফের জন্য ২০ কোটির অনুদান দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই অনুষ্ঠানে ক্লাবগুলির তরফে সর্বোচ্চ ৪ জন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে ‘খেলসম্মান’ প্রদান করা হয় মেহুলি ঘোষ, আতার আলি, হিমাশ্রী রায়-সহ একাধিক ক্রীড়াবিদকে।