সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর! বড় সিদ্ধান্তের ঘোষণা পার্থর

সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর! বড় সিদ্ধান্তের ঘোষণা পার্থর

কলকাতা: রাজ্যে কর্মরত প্রায় দেড় লক্ষ সিভিক ভলান্টিয়ারকে সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার৷ কর্মরত অবস্থায় কোনও সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশের মৃত্যু হলে রাজ্য সরকার তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য সরকারি খাতায় নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিষদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন৷ এছাড়াও হুগলির সিঙ্গুরে দশ দশমিক ২৭ একর জমিতে কৃষি ভিত্তিক একটি শিল্প পার্ক গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়েছে৷  ইতিমধ্যে আগ্রহী পাঁচটি সংস্থাকে সেখানে জমি দেওয়া হয়েছে বলে পার্থবাবু জানিয়েছেন৷ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদ থেকে যেসব ব্যক্তি রেজিস্টার, ইনস্পেক্টর অফ কলেজ, সহ রেজিস্টারের মত প্রশাসনিক পদে গিয়েছেন তাদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করার একটি প্রস্তাবও গৃহীত হয়েছে৷

২০১১ সালে ক্ষমতায় আসার পর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সিভিক ভলান্টিয়ার পদ তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথমে এর নাম সিভিক পুলিশ দেওয়া হলেও পরে আইনি জটিলতা দেখা দেওয়ায় পুলিশ শব্দটি তুলে দিয়ে ভলান্টিয়ার শব্দটি যোগ করা হয়৷ প্রথম ধাপে জঙ্গলমহলে প্রায় ১০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল৷ এরপর ধাপে ধাপে গোটা রাজ্যজুড়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়৷ যদিও এই নিয়োগ নিয়ে আদালতে বড়সড় ধাক্কা খেতে হয়েছিল রাজ্যকে৷ সিভিক ভলান্টিয়ার নিয়োগ প্রক্রিয়া উঠেছিল প্রশ্ন৷ তবে সেই জট কাটিয়ে এবার সুখবর শোনাল রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =