মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই সুনীল-বিশ্বজিৎ-কে নিরাপত্তা, প্রত্যাখ্যানে বাড়ল ধোঁয়াশা

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই সুনীল-বিশ্বজিৎ-কে নিরাপত্তা, প্রত্যাখ্যানে বাড়ল ধোঁয়াশা

 

কলকাতা: সুনীল সিং ও বিশ্বজিৎ দাসের তৃণমূলে প্রত্যাবর্তন ঘিরে জল্পনা তুঙ্গে। গতকাল জল্পনা উস্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুনীল সিং এবং বিশ্বজিৎ দাস। এর পরেই আজ তাঁদের নিরাপত্তা দিল রাজ্য সরকার। 

আরও পড়ুন- ফের পুলিশি বাধায় থমকাল বিজেপি’র রথ, এলাকায় মোতায়েন বিশাল বাহিনী

কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন নোয়াপাড়ার এই বিধায়ক। কিন্তু গতকাল বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি৷ পায়ে হাত দিয়ে প্রণামও করেন৷ এই সাক্ষাতের পরেই আজ সকাল থেকে নিরাপত্তা দেওয়া হয় সুনীলকে৷ তবে কি আবারও তৃণমূলে ফিরছেন সুনীল সিং? সেই সম্ভাবনাই কি আরও জোড়াল হল? 

জানা গিয়েছে, বিশ্বজিৎ দাস এবং সুনীল সিং দু’জনকেই রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হয়েছে৷ যদিও সরকারি নিরাপত্তা নিতে রাজি হননি বিশ্বজিৎ দাস৷ বনগাঁ উত্তরের বিধায়ককে নিরাপত্তা দিতে চেয়ে গতকাল রাতেই ফোন করেছিল বনগাঁ পুলিশ৷ জবাবে পরে জানানোর কথা বলেন তিনি৷ তবে সুনীল সিং ইতিমধ্যেই সরকারি নিরাপত্তা গ্রহণ করেছেন বলে জানা যায়৷ পরে অবশ্য সুনীল সিং জানান, আজ সকাল থেকে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন৷ বিজেপিতে যাওয়ার সময়ই তিনি নিরাপত্তা ত্যাগ করেছিলেন৷  নতুন করে নিরাপত্তার প্রয়োজন নেই৷ তিনি বিজেপিতেই আছেন৷  ফলে এই দুই বিজেপি নেতার ঘরে ফেরা নিয়ে জল্পনা আরও জটিল হল৷  

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দীর্ঘ সময় আলোচনা করেন সুনীল সিং ও বিশ্বজিৎ দাস৷ এর পর থেকেই তৃণমূলে ফেরার সম্ভাবনা প্রবল হয়৷ তাঁদের দলবদল এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ দলে ফেরার আগে তাঁদের দাবিদাওয়া নিয়ে সম্ভবত আলোচনা চলছে৷ এই বিষয়টি মিটমাট হয়ে গেলেই তাঁরা ফের ঘরে ফিরবেন বলে জল্পনা৷ তাঁদের প্রত্যাবর্তন ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনীতির অঙ্ক কষা৷ 

আরও পড়ুন- “দেশ এতই দুর্বল যে ১৮ বছরের একটা মেয়েকে শত্রু ভাবতে হচ্ছে?” গ্রেটা প্রসঙ্গে তোপ অধীরের

দলবদলুদের নিয়ে কটাক্ষ করার সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে যারা দল ছেড়ে যাচ্ছেন তাদের আর ফেরত নেওয়া হবে না। পাশাপাশি যারা গেছেন তাদের নাকি এমনিতেই টিকিট দিত না তৃণমূল কংগ্রেস। সুতরাং, এই দুই বিধায়ক যদি দলে আসেন তাহলে কিছুটা হলেও মমতা নিজের কথার নিজেই খেলাপ করবেন। তবে বিষয় হল, এরা কেউই এই বিধানসভা নির্বাচনের আবহে দলত্যাগ করেননি, করেছেন আগে। তাই তাঁরা ঘরে ফিরলেও তাঁদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নাও হতে পারে।  যদিও তৃণমূলে ফেরার কথা উড়িয়ে দিয়েছেন সুনীল সিং৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =