মোদীর মার্কিন সফরে বিরল মুহূর্ত! ভারতের জাতীয় সঙ্গীত গেয়েই সোজা মোদীর পা ছুঁয়ে প্রণাম মার্কিন শিল্পীর

মোদীর মার্কিন সফরে বিরল মুহূর্ত! ভারতের জাতীয় সঙ্গীত গেয়েই সোজা মোদীর পা ছুঁয়ে প্রণাম মার্কিন শিল্পীর

ওয়াশিংটন: প্রধানমন্ত্রীর মার্কিন সফর ঘিরে তৈরি হয়েছে এমন কিছু মুহূর্ত, যাঁরা রাজনৈতিক বা ঐতিহাসিক গুরুত্ব অনেকখানি৷ প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে অবেগতাড়িত প্রবাসী ভারতীয়রা৷ সামনে থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য তাঁদের মধ্যে একটা উত্তেজনা কাজ করেছে৷ কিন্তু মোদীর জনপ্রিয়তা যে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল৷   

শুক্রবার দর্শকাসনে তখন প্রবাসীদের ভিড়। মঞ্চে উঠে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন আমেরিকার শিল্পী ম্যারি মিলবেন। গান শেষ হতেই দর্শকাসন থেকে উঠল ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিং-এ তখন অন্য এক আবহ৷ আফ্রিকান-আমেরিকান শিল্পীর কন্ঠে ‘জন গণ মন অধিনায়ক’ শুনে প্রধানমন্ত্রী যখন তাঁকে অভিবাদন জানাতে এগিয়ে এলেন, তখন সকলকে চমকে দিয়ে সোজা মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন গায়িকা ম্যারি মিলাবেন। এই দৃশ্য মন ছুঁয়ে যায় দর্শকদের৷ শুক্রবার ইউএস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন-এর তরফ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

এদিন অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে ম্যারি যে গর্বিত, সে কথা আগেই জানিয়েছিলেন গায়িকা৷ টুইট করে লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য অতিথিদের সামনে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ পেয়েছি।’ ভারতের প্রতি ভালবাসার উল্লেখ করেন তিনি৷ এদিন নিজস্ব আঙ্গিকেই জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশন করেন তিনি৷  গান শেষেই পা ছুঁয়ে মোদীর আশীর্বাদ নেন ম্যারি৷ 

প্রসঙ্গত, মার্কিন সফরে গিয়ে মোদীর এহেন অভিজ্ঞতা এর আগেও হয়েছে। একবার  পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদীকে। সাধারণত ভারতে রাজনৈতিক সৌজন্যের এমন দৃশ্য বিশেষ দেখা যায় না৷ সেক্ষেত্রে এই সম্মান প্রদর্শন যে রাজনীতিবিদদের চোখে অন্য মাত্রা পেল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *