নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: বিজেপির রথযাত্রা নিয়ে একের পর এক কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল৷ বুধবার সাঁইথিয়া বিধানসভার সিউড়ি-২ ব্লকের পুরন্দরপুরে তৃণমূলের মহিলা কর্মীদের সভা ছিল৷ তাতে উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ সভামঞ্চ থেকে অনুব্রত বললেন, রথে আবার রবারের চাকা থাকে নাকি, রথে তো কাঠের চাকা থাকে৷ একইসঙ্গে অনুব্রত বলেন, বিজেপির রথ বলতে একটা ট্রাক। মিউনিসপ্যালিটির একটা নোংরা ফেলার ট্রাক ছিল৷ সেটিতে রং করে এসি লাগিয়েছে।
তিনি আরও বলেন, আমরা রথ বলতে জানি কাঠের চাকা হবে। দড়ি দিয়ে সেই রথ টানা হবে। মানুষে সেই রথ টানবে। তাতে থাকবে না কোনো স্টিয়ারিং। আর এখানে কিছুই নেই। জগন্নাথ দেবের সঙ্গে অন্যায় করছে। একইসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন,”বড় বড় নেতা নিয়ে রথযাত্রা করছে বিজেপি। তাতে মানুষজন আছে কি? লোকজন কিছুই নাই। তাই বাধ্য হয়ে কর্মসূচি বাতিল করছে তারা৷”
এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তারাপীঠে পুজো দেওয়া নিয়েও কটাক্ষ করেন অনুব্রত৷ বলেন, “বিজেপির সর্বভারতীয় সভাপতি গুজরাট থেকে এসেছেন। গুজরাতে একটা সোমনাথ মন্দির আছে। মা তারাকে বলল আশীর্বাদ দিস না। যাতে লোক না হয়। আমরা আশীর্বাদ দিয়েছিলাম, জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম।” বিজেপিকে ‘মিথ্যাবাদীর দল’ বলেও নিশানা করেন তিনি। অনুব্রত বলেন, এরা মিথ্যা কথা ছাড়া জানে না । ফাঁকা মাঠে সভা করেছেন। আজকে তো রাজনাথ সিংয়ের সভা হওয়ার কথা ছিল। লোক জমায়েত হচ্ছে না দেখে তাদের কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছে। এরা মিথ্যাবাদী দল।