ফের বঙ্গে শাহী সফর, পরিবর্তন যাত্রার সূচনা করে ঠাকুরনগরে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফের বঙ্গে শাহী সফর, পরিবর্তন যাত্রার সূচনা করে ঠাকুরনগরে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ চড়ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপের পারদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ক্ষমতা দখল করতে মরিয়া গেরুয়া শিবির একের পর এক আক্রমণ হানছে শাসকদলের বিরুদ্ধে। বারবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সরগরম এই ভোট পূর্ববর্তী আবহেই আজ ফের বাংলায় পা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন-  রাজ্যের তথ্য ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো, দিনের আলোর মতো স্পষ্ট: সূর্যকান্ত

চতুর্থ দফার পরিবর্তন যাত্রার সূচনা করতে একদিনের রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এদিন এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্যসভা সদস্য এবং সাংবাদিক মুখপাত্র অনিল বালুনি। উত্তরবঙ্গের কোচবিহার থেকে অমিত শাহ পরিবর্তন যাত্রার সূচনা করবেন বলে জানা গেছে। এরপরও গোটা দিন জুড়ে চলবে একাধিক কর্মসূচি। 

বুধবার সাংবাদিকদের অনিল বালুনি জানিয়েছেন, “আগামীকাল কোচবিহারের ঐতিহাসিক মদনমোহন মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। এরপর বিখ্যাত রাসের মেলা মাঠ থেকে চতুর্থ পর্যায়ের পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন তিনি।” বস্তুত, বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রা সম্পন্ন হবে মোট ৫টি দফায়। রাজ্য জুড়ে ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। এর আগে আরো তিন দফায় পরিবর্তন যাত্রা সূচিত হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতেই। নদীয়ার নবদ্বীপ, বীরভূমের তারাপীঠ এবং ঝাড়গ্রামের পর এবার কোচবিহার থেকে এই কাজ সম্পন্ন করবেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগের অনুরূপ কর্মসূচি গুলিতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

সূত্রের খবর, এদিন পরিবর্তন যাত্রা সূচনার পর উত্তর থেকে সোজা দক্ষিণে চলে আসবেন অমিত শাহ। উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর ঠাকুরনগরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দিরে পুজো দেবেন তিনি। ঠাকুরবাড়ির মাঠেই এরপর জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন- ‘পিসি-ভাইপোর শাসনে অতিষ্ট বাংলার মানুষ’, বিস্ফোরক নাড্ডা

উল্লেখ্য, ঠাকুরনগরে অমিত শাহের মূল উদ্দিষ্ট মতুয়া জনগণ। দীর্ঘদিন ধরেই স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের কাছে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু গতবারের শাহী সফর দিল্লিতে বিস্ফোরণের জেরে বাতিল হয়ে যায়। এলাকার বিজেপি সাংসদ তথা মতুয়া প্রধান শান্তনু ঠাকুরকে শিগগিরই ঠাকুরনগরে আসার বার্তা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − six =