সৌমিত্রর শুদ্ধিকরণ! তারাপীঠে যজ্ঞ করলেন সুজাতা, আলোড়ন রাজ্য রাজনীতিতে

সৌমিত্রর শুদ্ধিকরণ! তারাপীঠে যজ্ঞ করলেন সুজাতা, আলোড়ন রাজ্য রাজনীতিতে

তারাপীঠ:  মায়ের ধামে গিয়ে স্বামীর শুদ্ধিকরণ করলেন স্ত্রী! তারাপীঠের পূণ্যভূমিতে এসে সেখানকার মাটি অপবিত্র করে গিয়েছে বিজেপি৷ এই অপবিত্র দলেরই সদস্য তাঁর স্বামী৷ তাই স্বামীরও শুদ্ধিকরণ দরকার৷ এই দাবি তুলেই যজ্ঞ করালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল৷ এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি৷ 

আরও পড়ুন-  বামেদের হরতালে ব্যহত শিয়ালদহ শাখার রেল চলাচল, উত্তপ্ত জেলা, প্রভাব নেই কলকাতায়

বিজেপিকে সমুচিত জবাব দিতেই তারাপীঠে যজ্ঞ করানোর কৌশল নেন তৃণমূল নেত্রী সুজাতা৷ কিন্তু জল্পনা বাড়িয়ে এই যজ্ঞানুষ্ঠানে দেখা যায় বীরভূম কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় অধিকারীকে৷ সুজাতা মণ্ডলের আয়োজিত যজ্ঞানুষ্ঠানে তাঁর উপস্থিতিতে কেন্দ্র করে শুরু হয়েছে জোড় গুঞ্জন৷ 

গত মঙ্গলবার তারাপীঠে পুজো দিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা৷ তাঁর সঙ্গে ছিলেন সৌমিত্র খাঁও৷ এর পরই তারাপীঠকে কেন্দ্র করে শুরু হয় রাজনীতি৷ বুধবার রাতে মন্দিরে আসেন সৌমিত্র জায়া সুজাতা৷ বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখানো সুজাতার দাবি, বিজেপি নেতাদের আগমনে তারপীঠের মাটি অপবিত্র হয়ে গিয়েছে৷ এর শুদ্ধিকরণ দরকার৷ তাই মায়ের মন্দিরে পুজো দিয়ে মহাশ্মশানে যজ্ঞ করান তিনি৷ পুজোয় কোনও খামতি রাখা হয়নি৷ কুমারী পুজো থেকে শুরু করে যজ্ঞের খুঁটিনাটি পালন করা হয়েছে মহাসমারোহেই৷ রাত ১১টি থেকে শুরু হয় মহাযজ্ঞ৷ 

এদিন তাঁর গলায় শোনা যায় মুখ্যমন্ত্রীর সুর৷ বলেন, নাড্ডা, চাড্ডা, গাড্ডারা এসে তারাপীঠের পূণ্যভূমিকে অপবিত্র করে গিয়েছে৷ তাই শুদ্ধিকরণ করতে তারাপীঠে এসেছেন তিনি৷ সুজাতা আরও বলেন, ‘‘রটন্তি পুজোর পূণ্যতিথিতে এক কুমারীকে তারা মা রূপে তিনি পুজো করলাম৷ তারাপীঠের শুদ্ধিকরণ হল৷’’ সেই সঙ্গে স্বামীকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘সৌমিত্রেরও শুদ্ধিকরণের প্রয়োজন৷ উনি এসেও তারাপীঠকে অশুদ্ধ করেছেন৷’’ 

আরও পড়ুন-  ক্ষমতায় এলে পাতাল থেকেও গুণ্ডা খুঁজে বের করবে বিজেপি, হুঙ্কার অমিত শাহের

প্রসঙ্গত, গত ডিসেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরেন সুজাতা৷ এর পরই স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান সৌমিত্র খাঁ৷ কিন্তু সৌমিত্রকে ডিভোর্স দিতে নারাজ সুজাতা৷ এদিন স্ত্রীর এই কাণ্ডের পর সৌমিত্র খাঁ বলেন, ‘‘আগামী নির্বাচনে বিজেপি’ই জিতবে৷ সোনার বাংলা গড়ে তোলা হবে৷ কে কোথায় পুজো দিচ্ছে তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই৷ যাঁরা জয় শ্রীরাম শুনলে রেগে যায়, তাঁদের দলে নাম লিখিয়ে তারাপীঠে যজ্ঞ করা উচিত নয়৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − seven =