১ হাজার দিলে মিলবে ২ হাজার! ওবামা-কার্দাশিয়ানের টুইট ঘিরে উত্তাল নেটদুনিয়া

১ হাজার দিলে মিলবে ২ হাজার! ওবামা-কার্দাশিয়ানের টুইট ঘিরে উত্তাল নেটদুনিয়া

ওয়াশিংটন: ১০০০ বিটকয়েন দিলে মিলবে ২০০০ বিটকয়েন! বৃহস্পতিবার ভোরে এমন টুইট তোলপাড় ফেলে দেয় গোটা বিশ্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, রাপার কেন ওয়েস্ট, তাঁর স্ত্রী কিম কার্দাশিয়ান, মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যামাজনের সিইও জেফ বেজোস, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, মিডিয়া টাইকুন মাইক ব্লুমবার্গের পাশাপাশি অ্যাপল ও উবারের মতো বড় ব্র্যান্ডের সরকারী অ্যাকাউন্টগুলি থেকে এই পোস্ট করা হয়। গোটা ঘটনাটি নির্দ্বিধায় হ্যাকারের কাজ। কিন্তু এতজন সেলিব্রিটির অ্যাকাউন্ট হ্যাক করা তো মুখের কথা নয়। বিশেষজ্ঞদের মতে, গত কয়েক দশকে এমন ঘটনার নজির ইতিহাসে নেই।

যে অ্যাকাউন্টগুলি থেকে বিটকয়েন সংক্রান্ত টুইটটি করা হয়েছিল, সবগুলোই ভেরিফাইড অ্যাকাউন্ট। প্রতিটি টুইটের বক্তব্য এক। বিল গেটসের অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে লেখা হয়, “আপনি ১০০০ ডলার পাঠান, আমি আপনাকে ২০০০ ডলার ফিরিয়ে দেব।” এই ডাবল রিটার্ন অফার ৩০ মিনিটের জন্য চলবে, তা উল্লেখ করে অন্যান্য বেশ কয়েকটি সেলিব্রিটিদের অ্যাকাউন্ট থেকেও একই বার্তা পোস্ট করা হয়। সবকটি টুইটে একই অ্যাড্রেস ছিল। ক্রিপ্টোফোর্ডহেলথ নামে একটি সংস্থার অন্তর্ভুক্ত সেটি। জানা যায় সেখানে ‘mkworth5@gmail.com 'এবং প্রোফাইল নাম অ্যান্টনি ইলিয়াস দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখান থেকেই পরিচালিত হচ্ছিল যাবতীয় কাজ।

 

টুইটার গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে এবং এটি সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছে। প্রাথমিকভাবে বিশ্বব্যাপী প্রায় সমস্ত যাচাই করা অ্যাকাউন্টগুলির অ্যাক্সেস আটকে দিয়েছে টুইটার। সেগুলি রিস্টোর করা হয়েছে। বেশিরভাগ অ্যাকাউন্ট এখন পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে টুইটার। তবে কিছু অ্যাকাউন্ট এখনও লক করা আছে। সেগুলি সুরক্ষিত করে তবেই অ্যাক্সেস দেওয়া হবে অ্যাকাউন্টের মালিককে।