বামেদের নবান্ন অভিযানে লোক পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রূপা

বামেদের নবান্ন অভিযানে লোক পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রূপা

বোলপুর:  শনিবার শুরু হল বোলপুল থেকে কীর্ণাহার পর্যন্ত বিজেপি’র রথযাত্রা৷ যার নেতৃত্বে রয়েছেন বিজেপি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷ রথ যাত্রার মাঝেই বামেদের নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি৷ বললেন, বিজেপি’র রথযাত্রা বানচাল করতে বামেদের নবান্ন অভিযানে লোক পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন-  রাজনৈতিক কুমড়ো কিনতে কোটি টাকা খরচ করছে বিজেপি! মদন উবাচ

এদিন বোলপুরের রথযাত্রায় যোগ দিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন রূপা গঙ্গোপাধ্যায়৷ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রতিক্রিয়া অবশ্য এখনও পাওয়া যায়নি৷ নবান্ন অভিযানের নামে যে ভাবে ছাত্রযুবাদের উপর আক্রমণ হয়েছে সেই ঘটনা প্রসঙ্গে রূপা বলেন, ‘‘বামেদের মিছিলে মাননীয়া মুখ্যমন্ত্রী বেশ কিছু লোক পাঠিয়েছিলেন৷ সিপিএম-এর এত লোক নেই৷ চোখে ধুলো দেওয়ার রাজনীতি বন্ধ করা হোক৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের লোক পাঠিয়ে মিছিল ভারী করানোর চেষ্টা করছে৷ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে৷ নিজের অস্তিত্ব বজায় রাখতে আর কত ভুল বোঝাবেন?’’ 

 
এদিন রথ যাত্রা প্রসঙ্গে রূপা আরও বলেন, ‘‘গোটা রাজ্যজুড়ে পরিবর্তনের যে ঝড় উঠছে এটা তারই যাত্রা৷ এটা আসলে পরিবর্তনের যাত্রা৷’’ তাঁর কথায়, ‘‘কখনও এই যাত্রা বাস, টেম্পো করে হয়, কখনও বা ট্যাবলয়েডের মতো হয়৷ আমরা মাইলের পর পর পথ সফর করছি৷ এত পথ তো কারও পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়৷ একটা না একটা বাহন তো থাকবেই? সেটাকেই কখনও রথ বলি, কখনও ট্যাবলয়েড বলি’’৷ 

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে দীর্ঘদিন লড়াই করেছেন রূপা৷ আগের বিজেপি আর আজকের বিজেপি’র মধ্যে কি কোনও পরিবর্তন আছে? এর জবাবে রূপা বলেন, আগের চেয়ে অনেক বেশি মানুষ বিজেপি’র সঙ্গে জুড়েছে৷ প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে দল৷ ২০১৯ এর নির্বাচনেও মানুষের ঢল নেমেছিল৷ এবার তো বিধানসভা ভোট৷ বাংলার মানুষ পরিবর্তন চায়৷ 

আরও পড়ুন- বিরাট ভাঙন বিজেপি-সিপিএমে, তৃণমূলের ‘লাভ’ ২৫০ কর্মী

এদিকে আজ পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বীরভূমের ইলামবাজারে তৃণমূল-বিজেপি’র মধ্যে সংঘর্ষ বাধে৷ আহত হন উভয়পক্ষের চার জন৷ বিজেপি’র অভিযোগ গতকাল ইলামবাজারে পরিবর্তন যাত্রা থেকে ফেরার পর তাঁদের কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা৷ মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি’র উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই গন্ডোগোল৷  পুলিশের দাবি পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাত৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =