‘এত টাকা আসবে কোত্থেকে?’ ‘মা’ প্রকল্পে সরকারকে তুলোধোনা মান্নানের

‘এত টাকা আসবে কোত্থেকে?’ ‘মা’ প্রকল্পে সরকারকে তুলোধোনা মান্নানের

কলকাতা: করোনাকালে লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে অসহায় মানুষদের খাবার দেওয়ার জন্য জায়গায় জায়গায় কমিউনিটি কিচেন খুলেছিল বামপন্থী সংগঠনগুলি। অনেকটা সেই ধাঁচেই যেন এবার ‘মা’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রকল্পের আওতায় ৫ টাকায় ডিম ভাত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আজ থেকেই চালু হয়ে গেছে প্রকল্পের কাজ। কিন্তু তৃণমূল সরকারের এই প্রকল্পকে তীব্র কটাক্ষ করেছে বাম-কংগ্রেস জোট।

‘মা’ প্রকল্পে গরীবের সেবার অছিলায় আদতে কোটি কোটি টাকা লুঠ করার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন জোটের পক্ষ থেকে এমনটাই দাবি করেছেন কংগ্রেস নেতা আবদুল মান্নান। কিছুদিন আগে যে বাজেট ঘোষণা করা হয়েছে, তাতে এই প্রকল্পের কোনো উল্লেখ ছিল না বলেই জানিয়েছেন তিনি। তবে ৫ টাকায় ডিম ভাত দেওয়ার এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ কোথা থেকে করা হবে? প্রশ্ন তোলেন তিনি।

এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলনে জোটের তরফ থেকে উপস্থিত হন কংগ্রেস নেতা আবদুল মান্নান এবং সিপিআইএম বিধায়ক তথা বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। আজ থেকে শুরু হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা’ প্রকল্প সম্বন্ধে রাজ্য সরকারের কাছে তাঁরা কিছু প্রশ্ন তোলেন। আবদুল মান্নান বলেন, “গত ৮ তারিখের বাজেটে এই প্রকল্পের উল্লেখ ছিল না। হঠাৎ উনি এটা কীভাবে ঘোষণা করলেন? এর টাকা সরকার কোথা থেকে পাবে? কারা কারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন তার হিসেবই বা কীভাবে রাখা হবে?” ভোটের আগে মানুষের সঙ্গে সরকার এভাবে তঞ্চকতা করছেন বলেই জানিয়েছেন আবদুল মান্নান।

এদিন শুরু থেকেই সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন কংগ্রেস নেতা। তাঁর কথায়, “গরীব মানুষকে খাবার দিক, আমরা স্বাগত জানাবো। কিন্তু এটা তো ধাপ্পাবাজি! লাখ লাখ লোককে খাওয়ানো হডৈ, অথচ কোনো অর্থ বরাদ্দের হিসেব নেই?” এদিন সরকার ঘোষিত স্বাস্থ্যসাথী প্রকল্পেরও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, দু’এক জায়গায় কাজ হচ্ছে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে হাজার হাজার মানুষকেই খালি হাতে ফিরতে হচ্ছে। ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করারই এটাও একটা পন্থা বলে মন্তব্য করেছেন আবদুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *