কলকাতা: শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপির হয়ে সক্রিয় করার জন্য অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে পদ্মফুল শিবিরকে। পরবর্তী ক্ষেত্রে আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায় এবং একইসঙ্গে বৈশাখীকেও। তবে এই প্রেমের সপ্তাহে ফের একবার ভ্যানিশ হয়ে গিয়েছেন দুজনে! যোগাযোগ করা যাচ্ছে না তাদের কারোর সঙ্গে, এমনকি কবে করা যেতে পারে সে ব্যাপারেও নিশ্চিত বলতে পারছেন না কেউ। প্রেমের সপ্তাহে কার্যত গায়েব শোভন-বৈশাখী!
প্রেমের সপ্তাহের আগে ৯ ফেব্রুয়ারি উত্তর কলকাতার এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর থেকে আর কোনো রকম কর্মসূচি বা মিছিলে দেখা যায়নি তাদের। এখন বিগত কয়েকদিনে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বিজেপির মধ্যে থেকেই ইতিউতি শোনা যাচ্ছে যে, তারা হয়তো ভ্যালেন্টাইন্স উইক পালন করছেন! সেই কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এবং এই প্রেক্ষিতেই যোগাযোগ করার চেষ্টা করা হয়নি। সবমিলিয়ে মনে হচ্ছে ফের একবার শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলের কাজে লাগাতে কাঠ-খড় পোড়াতে হবে বঙ্গ বিজেপির নেতৃত্বকে। তবে এখন একটাই প্রশ্ন, শোভন এবং বৈশাখীর এই আচরণ আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ওপর কতটা প্রভাব ফেলবে, বাংলার মানুষ কি ধরনের আচরণ এবং উদাসীনতা মেনে নিয়ে বিজেপিকে ভোট দিতে চাইবেন, প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
বিজেপিতে যোগ দেওয়ার অনেক সময় পর রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, অবশ্যই নিজের ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরবর্তী ক্ষেত্রে তাদের একাধিক মিছিল এবং মিটিংয়ে তাদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা থেকে শুরু করে প্রত্যক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তারা। কিন্তু আশ্চর্যভাবে প্রেমের সপ্তাহ পড়তেই তারা দুজন একেবারে রাজনৈতিক মঞ্চ থেকে গায়েব। কোথায় আছেন, কবে ফিরবেন, উত্তর অজানা।