কলকাতা: কেন্দ্রীয় সরকারের নির্দেশে আগামী সোমবার থেকে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীদের টিকাকরণের কাজ শুরু হতে চলেছে। স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম ইতিমধ্যেই বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ভোট কর্মীদের নামের তালিকা দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। ধাপে ধাপে প্রাথমিকভাবে কতজনকে টিকা দেওয়া হবে দপ্তর ইতিমধ্যেই তার একটা হিসাব তৈরি করেছে। প্রায় সাড়ে চার লক্ষ ভোট কর্মীকে টিকা দেওয়া হবে বলে সূত্রের খবর। এদিকে এই টিকাকরণের মাঝেই আতঙ্কের খবর এসেছে বেলেঘাটা আইডি থেকে। কারণ টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন অধ্যক্ষা অনিমা হালদার।
জানা গিয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তী ক্ষেত্রে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাঁকে। জানা যাচ্ছে, টিকা নেওয়ার পর থেকেই বমি শুরু হয় তাঁর। তবে এক্ষেত্রে টিকা নেওয়ার সঙ্গে সরাসরি তার অসুস্থতার যোগাযোগ রয়েছে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত প্রত্যক্ষভাবে কিছু বলা যাচ্ছে না। খাদ্যে বিষক্রিয়া থেকে বমি, নাকি টিকার পার্শ্ব প্রতিক্রিয়া, অনিমা হালদারের আসল অসুস্থতার কারণে এখনো ধোঁয়াশা রয়েছে। যদিও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।
গত সোমবার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে বমি শুরু হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এখনো পর্যন্ত চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন এবং জানার চেষ্টা করছেন যে আদৌ টিকার সঙ্গে তার শারীরিক অসুস্থতার কোনো সম্পর্ক রয়েছে কিনা। অনিমা হালদারের শারীরিক অসুস্থতার জন্য করোনাভাইরাস টিকা দায়ী কি না সে ব্যাপারে জানার জন্য ইতিমধ্যেই কার্ডিয়লজিস্ট, নিউরোলজিস্ট এবং করোনাভাইরাস সম্পর্কিত বিশেষ টিমের সঙ্গে কাজ শুরু করেছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬১০ জন। যা গতকালের তুলনায় প্রায় ২৭.২ শতাংশ বেশি।