পেট্রোল পাম্পে যুবরা, গ্যাস অফিসে বিক্ষোভ মহিলদের! নয়া কর্মসূচি তৃণমূলের

পেট্রোল পাম্পে যুবরা, গ্যাস অফিসে বিক্ষোভ মহিলদের! নয়া কর্মসূচি তৃণমূলের

কলকাতা: পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার প্রতিবাদে এবার আন্দোলনের ডাক দিল রাজ্য তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ২২ ফেব্রুয়ারি রাজ্যের জেলায় জেলায় হবে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি। 

এদিন তিনি বলেন, “রাজ্যের যুব তৃণমূল সমর্থকরা আগামী সোমবার পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে৷ মহিলারা গ্যাসের দোকানের সামনে অবস্থান বিক্ষোভ করবেন৷” মহিলাদের এই বিক্ষোভ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্ব দেবেন বলে এদিন জানান তৃণমূল মহাসচিব৷ পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি এও জানান, “ওইদিন দোলা সেনের নেতৃত্বে সুজিত বসু ও পূর্ণেন্দু বসু’র উপস্থিতিতে বিক্ষোভ মিছিলে নামবে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস৷” এছাড়াও এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, আগামী শনিবার ও রবিবার জেলায় জেলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করবে তৃণমূল। এছাড়াও কেরোসিনের উপর থেকে কেন্দ্রের ভর্তুকি তুলে নেওয়ার বিষয়েও আগামী দিনে প্রতিবাদের ঘোষণা করেন তৃণমূল মহাসচিব৷ 

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদের ঘোষণার পাশাপাশি এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিজেপির ‘শিক্ষা বাঁচাও কর্মসূচি’কে কটাক্ষ করে বলেন, “এটা বিজেপির গেরুয়া কর্মসূচি ছাড়া আর কিছুই না৷” পাশাপাশি তিনি কেন্দ্র সরকারকে শিক্ষা বিষয়ে কটাক্ষ করে বলেন, “কেন্দ্রীয় শিক্ষাব্যবস্থা শেষ করেছে দেশের শিক্ষার পরিবেশকে৷” এছাড়াও তিনি কেন্দ্রীয় শিক্ষানীতিকে ‘বিপজ্জনক’ আখ্যা দেন এদিন। এসবের পাশাপাশি এদিন রাজ্যের শিক্ষাব্যবস্থায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, “বাংলায় স্কুলছুটের সংখ্যা কমেছে এবং বেড়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। এসবের জন্য রাজ্যের কন্যাশ্রী এবং বিভিন্ন বৃত্তি প্রদান স্কীম বিশেষভাবে উল্লেখযোগ্য৷” এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব বলেন, বাংলাতে তৃণমূল ফিরছে আবার। এই প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল ছাড়া বাংলায় কিছু নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লড়াইকেই চেনে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + five =