নয়াদিল্লি: আমেরিকা সফরে গিয়ে একাধিক চুক্তিতে সই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রাপ্তির নিরিখে ভারতের ঝুলি এককথায় পূর্ণ৷ কোন কোন ক্ষেত্রে হল চুক্তি? কোথায় কোথায় হবে বিনিয়োগ? চলুন দেখা যাক৷
গুজরাতে গুগলের ফিনটেক অপারেশন সেন্টার- আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে গুগল সিইও সুন্দর পিচাইয়ের৷ শুক্রবার তাঁদের মধ্যে বৈঠকও হয়৷ এর পরেই বড় ঘোষণা করলেন গুগল সিইও। তিনি জানান, গুজরাতে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে টেক জায়ান্ট গুগল। তিনি আরও বলেন, “আমেরিকায় মোদীর সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত। প্রধানমন্ত্রীকে জানিয়েছি, ভারতে ডিজিটাল খাতে ১০ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করেছে গুগল। সেই প্রকল্পেই গুজরাটে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে।” যার পোশাকি নাম হবে GIFT সিটি।
গুজরাতে বিনিয়োগ করবে মাইক্রন টেকনোলজি- কম্পিউটার স্টোরেজের চিপ প্রস্তুতকারক মাইক্রন টেকনোলজির সিইও সঞ্জয় মালহোত্রার সঙ্গেও আমেরিকায় সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী মোদীর৷ সঞ্জয় জানিয়েছেন, সেমিকনডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্ট তৈরি করবে মাইক্রন৷ প্রায় ৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে রাজ্যে৷
মহাকাশ গবেষণা চুক্তি- মহাকাশ গবেষণা ক্ষেত্রে সাক্ষরিত হয়েছে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তি৷ এই চুক্তি অনুসারে একযোগে ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে’ গবেষণা চালাবে দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইসরো৷ ২০২৫ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ নিয়েছে আমেরিকা৷ সেই সংক্রান্ত গবেষণাই করবে দুই দেশ৷
নয়া কনস্যুলেট- গুজরাতের আমেদাবাদ ও কর্ণাটকের ব্যাঙ্গালোরে কনস্যুলেট খোলার কথা ঘোষণা করেছে আমেরিকা৷ সিয়াটেল ও অন্য দুটি জায়গায় নতুন কনস্যুলেট হবে বলে ঘোষণা করা হয়েছে৷ যার অন্যতম লক্ষ্য দু’দেশের নাগরিকদেক মধ্যে যোগাযোগ বাড়ানো৷
জিই-হ্যালের চুক্তি- মার্কিন সংস্থা জিই অ্যারোস্পেসের সাহায্যে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানের ইঞ্জিন ভারতের মাটিতে তৈরি করবে ‘হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড’ (হ্যাল)৷
রিপার ড্রোন ডিল- আমেরিকার কাছ থেকে জ্যানারেল অ্যাটোমিক্স এমকিউ-৯ ‘রিপার’ ড্রোন কিনতে চুক্তি করতে চলেছে ভারত৷ এই ড্রোন হাতে এলে চিন সীমান্তে নজরদারি ও নিরাপত্তা রক্ষা আরও বেশি মজবুত হয়ে উঠবে ৷