প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিজেপির বিক্ষোভ!

প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিজেপির বিক্ষোভ!

পুরুলিয়া: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ-সহ চার দফা দাবি নিয়ে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদর দফতর ঘেরাও করল জেলা বিজেপির। দলের কর্মী সমর্থকরা জেলা অবর বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপিও পেশ করলেন। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও নিয়ে গোটা চত্বরে উত্তেজনা ছড়ায়।

প্রাথমিক ও পার্শ্ব শিক্ষকদের নিয়োগ নিয়ে রাজ্যজুড়ে অবরোধ-বিক্ষোভের ধারাবাহিকতা বজায় রেখে পুরুলিয়াতেও প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাওয়ের পথে হাঁটল বিরোধী গেরুয়া শিবির। চার দফা দাবি নিয়ে হাজারও প্রশ্ন তুলেছে বিজেপি। কেন চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হল না? তালিকার মধ্যে পুরুলিয়া জেলার কতজন চাকরি প্রার্থী রয়েছে? গোটা জেলায় প্রাথমিক শিক্ষকদের কত শূন্য পদ রয়েছে? পাশাপাশি, প্রাক্তন চাকরিপ্রার্থী ও পার্শ্ব শিক্ষকদের তালিকায় কতজন রয়েছে তা প্রকাশ করার দাবিও জানিয়েছে পদ্ম শিবির।

গত বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে উত্তেজনা ছড়ায় চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং নিয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা সত্ত্বেও অর্ধেক প্রার্থীদেরও কাউন্সিলিং না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি, বুধবার সকাল থেকে ধাপে ধাপে কয়েকজন চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং হলেও অধিকাংশ প্রার্থীদের কাউনসেলিং হয়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বসে থাকার পরও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রার্থীরা। তাদের বিক্ষোভ দেখে সংসদের পক্ষ থেকে বাকি চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং রাজ্যস্তরে হওয়ার কথা জানানো হয়। তা শুনেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। সংসদের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। কিন্তু খুব সহজে বাগে আসেনা বিক্ষোভকারীরা। সন্ধের পর চলতে থাকে বিক্ষোভ। বড় রাস্তা অবরোধের ফলে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যকর যানজট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 4 =