বাংলায় ‘জয় শ্রীরাম’ ধর্মীয় স্লোগান নয়! দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় ‘জয় শ্রীরাম’ ধর্মীয় স্লোগান নয়! দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ইতিমধ্যেই স্লোগানে স্লোগানে ছয়লাপ হয়ে গিয়েছে গোটা রাজ্য। তার মধ্যে যদি কোন স্লোগানের সবচেয়ে বেশি আলোচনা বা বিতর্ক থেকে থাকে সেটি হল বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগান। ইতিমধ্যেই ধর্মীয় স্লোগান রাজনৈতিক মঞ্চে ব্যবহার করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলেছে বিরোধী দলগুলো। কিন্তু বাংলায় এই স্লোগান ধর্মীয় স্লোগান নয় বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর স্পষ্ট বক্তব্য, এই স্লোগান তোষণের বিরুদ্ধে মানুষের স্লোগান। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই এই স্লোগান ব্যবহার করা এখন বিজেপি নেতা এবং কর্মীরা স্বভাবে পরিণত করেছেন। সাম্প্রতিক সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তাতে যে ঘটনা ঘটেছে সেটা এর প্রত্যক্ষ এবং সবচেয়ে বড় প্রমাণ। এর আগেও দেখা গিয়েছে যে এই স্লোগান শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়েছেন এবং বিজেপিকে কটুক্তি করেছেন। সেই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য, জয় শ্রীরাম স্লোগান বাংলায় কোনো রকম ধর্মীয় স্লোগান নয়, এটি তোষণের বিরুদ্ধে মানুষের যে আক্রোশ রয়েছে তার বহিঃপ্রকাশ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যেখানেই যাবেন সেখানেই তাকে এই স্লোগান শুনতে হবে। একই সঙ্গে তিনি এও দাবি করেন, জয় শ্রীরাম স্লোগান শুনে কখনোই রেগে যাওয়ার কথা নয়। এটা এমন কোন স্লোগান নয় যা শুনে লোকের খারাপ লাগতে পারে।

প্রসঙ্গত, বঙ্গ সফরে এসে একাধিক জনসভা করে এই স্লোগান নিয়ে বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে মন্তব্য করতে শোনা গিয়েছে, ভারতে জয় শ্রীরাম স্লোগান না বলে কি পাকিস্তানে বলা হবে? একইসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত করার চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 8 =