তেলের দামে ১ টাকা ছাড় রাজ্যের! কবে থেকে কার্যকর?

তেলের দামে ১ টাকা ছাড় রাজ্যের! কবে থেকে কার্যকর?

5e3b44e47a4ab445f48517ec03965dc7

কলকাতা: রোজই বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম৷ রবিবার কিছুটা কমলেও গত ১১ দিন ধরে বেড়ই চলেছে জ্বালানি তেলের দাম৷ পরিস্থিতি যা, তাতে দেশের কোথাও কোথাও পেট্রলের ১০০ টাকা ছাপিয়ে গিয়েছে৷ বাংলার খোলাবাজারে তা ৯২ টাকার কাছাকাছি৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটের মুখে রাজ্যবাসীকে কিছুটা হলেও স্বস্তি দিতে চলেছে রাজ্য সরকার৷ যদিও এর আগে ২০১৮ সালে সেপ্টেম্বরে একই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য৷

রাজ্য সরকার তার অংশের সেস কমিয়ে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি এক টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ অর্থমন্ত্রী অমিত মিত্র আজ এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, আজ রাত বারোটা টা থেকে এটি কার্যকর হবে৷ সাধারণ মানুষের সুবিধা দিতে রাজ্য সরকার কাজ করবে বলে তিনি জানিয়েছেন৷  আজ রবিবার অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল  ২২ ফেব্রুয়ারি  মধ্যরাত থেকে পেট্রল ও ডিজেলের দাম ১ টাকা করে কমাচ্ছে রাজ্য সরকার৷ ফলে, পেট্রল-ডিজেলের উপর থেকে আপাতত লিটার প্রতি মাত্র ১ টাকা কম দিতে হবে৷

গত কয়েক মাস ধরেই জ্বালানি তেল চড়া দাম নিয়ে দেশ জুড়ে তৈরি হয়ছে বিতর্ক৷ মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল৷ এবার ভোটের মুখে আরও একবার পেট্রল ও ডিজেলের দাম ১ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্য৷ সরকারি সূত্রের খবর, পেট্রল-ডিজেলের মূল দামের উপর কেন্দ্রীয় শুল্ক বসানো থাকে৷ রাজ্যে পেট্রল ২৫ শতাংশ ও ডিজেলের ১৭ শতাংশ হারে বিক্রয়কর নিয়ে থাকে রাজ্য সরকার৷ এর পর রয়েছে কেন্দ্রের সেস৷ তারপর থাকে ডিলারদের কমিশন৷ সব মিলিয়ে মোট দাম নির্দিষ্ট হয়৷ এবার লাগাতার দাম বৃদ্ধির পর অবশেষে একটা ছাড় দেওয়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷  এর আগে পুজোর মুখে ২০১৮ সালে সেপ্টেম্বরে একই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য৷ এবার ভোটের মুখে সেই সিদ্ধান্তের পুনরাবৃত্তি বলে মনে করা হচ্ছে৷

গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাফ জানিয়ে দেন, তেলের দামের বিষয়টি বাজারের উপর নির্ভর করে৷ কেন্দ্র তেলের দাম কমাতে কোনওভাবেই হস্তক্ষেপ করবে না৷ তবে, রাজ্যগুলির আলোচনা করে দরকার কমাতে পারে৷ এর পর রাজ্যের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷ রবিবার কলকাতায় পেট্রোলের দাম প্রায় ৯২ টাকা৷ ডিজেলে প্রায় ৮৫টাকা৷ তবে ১ টাকা দাম কমিয়ে সাধারণ মানুষের কতটা সুরাহা দিতে পারবে রাজ্য? তা বলবে সময়ই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *