কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে টলিউড যোগ ক্রমশ ঘনীভূত হচ্ছে, তা বুঝতে বাকি নেই কারোরই। তৃণমূল হোক কিংবা বিজেপি, বিভিন্ন দলেই যোগ দিতে দেখা গেছে টলিউডের একাধিক তারকাকে। পর্দায় চেনা মুখগুলোকে রাজনীতির আঙিনায় দেখতে পেয়ে যখন বিস্ময়ের ঘোর কাটছে না দর্শকদের, তখনই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকেও দেখা গেল তারকাদের।
গতকাল দক্ষিণ কলকাতার পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে খ্যাতনামা টলিউড তারকাদের বৈঠক নিয়ে শোনা গিয়েছিল গুঞ্জন। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে পাওলি দাম, চূর্ণী গঙ্গোপাধ্যায় আবির চট্টোপাধ্যায়সহ একাধিক তারকাই সেই বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নামে একটি চলচ্চিত্র পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। টলিউড তারকাদের সঙ্গে এই বৈঠকেই তা চূড়ান্ত হয়।
আপাত দৃষ্টিতে এই বৈঠকের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বৈঠক হিসেবেই এতে যোগ দিয়েছিলেন তারকারা। তবে সরকারি এই অনুষ্ঠানে একাধিক বিজেপি নেতার উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ। ভোটের আগে বাঙালি আবেগকে হাতিয়ার করার উদ্দেশ্যেই কি অস্কারজয়ী চলচ্চিত্রকারের নামে পুরস্কার চালু করা হল? প্রশ্ন উঠেছে ঘনিষ্ঠ মহলে। জানা গেছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। গেরুয়া শিবিরের শঙ্কুদেব পাণ্ডাকেও দেখা গেছে এখানে। এক ঝাঁক টলি তারকার মাঝে বিজেপি নেতাদের উপস্থিতি নতুন করে উস্কে দিয়েছে রাজনৈতিক জল্পনা।
উল্লেখ্য, দিন কয়েক আগেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর রাজনৈতিক দলবদল নিয়ে নানা রসিকতাতেও সরব হয়েছিলেন নেটিজেনরা। আর তারপর থেকেই যেন টলিউডে রাজনীতির হাওয়াটা হয়ে গেছে জোরদার। কখনো তৃণমূল কখনো বিজেপির সঙ্গে উঠে এসেছে তারকাদের নাম।